Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তারিফুল ইসলাম

৯ বছর আগে লিখেছেন

মা

                       মা

হাজার শব্দের সেরা শব্দ- হৃদয় ভরানো নাম,

পৃথিবীর মাঝে সকলের তরে -তাহারই সম্মান।

আকাশ বাতাস সুরে মাতাল- আপন যে জন

রজনীর পরে রজনী কষ্ট- অন্তরীর আগমন।

ব্যাথা যত উপেক্ষা তার- চাহি মুখপানে

অবাক পৃথিবী মুগ্ধ নয়ন- বিমূঢ় মাতৃটানে।

আপন আঁচল ভিজায়ে লাল, কপালে দেয় কালো টিপ

পৃথিবীর মাঝে নাম পায় তার- এহেন মনুষ্যজীব

আলোকে আঁধার, আঁধারে আলো- শুধু অনন পরে

নিজ জীবন তুচ্ছ জ্ঞানী- আপন হিয়ার তরে।

ক্ষুদ্র পিণ্ড মাংস স্তূপ- জড়ায়ে জড়ানো বড়

তাহা ফলাইতে শ্রম ঘাম তাহার- হয় না নড়সড়

তোমাতে আঘাত বিধে তার বুকে-উপেক্ষা এই পৃথিবীর সুখ

রোগে শোকে হাহাকারে ধুঁকলে- অশ্রু নয়ন মুখ।

অকাতর প্রাণ পারিশ্রমিক কি ? দাম কি হবে শোধ,

হাজার ধনের ডোল এনে দিলেও- ঋণ হবেনা রোধ

একটু হতাশা ফুটে উঠলে- আপন হিয়ার মুখে

আলো না ছড়াইতে পারিলে ধুঁকে ধুঁকে মরে শোকে।

সামান্য একটু কাঁটা বিধিলে- তম পায়ের নিচে

উনার পারে সেল এসে বিধে-যতক্ষণ না গোছে

সব কিছু তুচ্ছ ধরিণী পরে বড় শব্দ যা,

সম্মানে সম্মানী তিনি, সবার আপন মা।

Likes Comments
০ Share