Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নিঃশ্চুপ অর্ণব

১০ বছর আগে লিখেছেন

মেরুন খামে স্বপ্ন

 

নাহ্ এ এক বেহুদা প্রচেষ্টা
মেরুন খামের বুকে অপচয় হচ্ছে যেন হিসেব লেখার কালি।
এখানে নেই কোন প্রাপকের ঠিকানা,
অকর্মাদের মতো এটি নয় কোন বেওয়ারিশ উড়ো চিঠি।

আড়ামোড়া দেয়া অস্বস্তির নাইলন সুতোয় বোনা জাল
নিঃশ্বাসের গলিত লাভায় ফুটো করে চলেছি।
এ সুযোগে জাল ছিড়ে বেরিয়ে আসা
অপরিণত কিছু অদ্ভুত স্বপ্ন
খামের ভেতর গিয়ে জুবুথুবু হয়ে ঘুমিয়ে পড়ে।
মেরুন খাম যেন পুনর্জন্ম নিয়ে, মোহনার মতো টলমল করে।
রোগা স্বপ্নগুলো যেন হয়ে ওঠে নীল তিমি।

আমি স্বপ্নগুলো পোস্ট করি বেগানা বুক পকেটে।
অহেতুক লেখা বর্ণগুলো নিজেরাই সাজুগুজু করে--
স্বপ্নের সাথে হাত মেলায়।
আসমান থেকে বৃষ্টি হয়ে ঝড়ে হাসনাহেনা।
নিরাশার নেশা কেটে যায়।

তাই যখনি জীবনের ঠিকানা ভুলে যাই
একটি মেরুন খাম কিনে ভিতরে পুরে দেই নির্ঘুম কিছু স্বপ্ন ।।

Likes Comments
০ Share

Comments (4)

  • - আলমগীর সরকার লিটন

    বাদল দা

    আঁধার অঢেল সত্য

    স্মৃতিময় বড় কষ্ট--

    ভাল থাকুন-------

    • - মাসুম বাদল

      শুভকামনা রইলো... 

    - মাহাফুজুর রহমান কনক

    সুন্দর, মুগ্ধতা।

    এফবিতে কিভাবে পাব আপনাকে।

    - মাসুম বাদল

    অশেষ ধন্যবাদ ও শুভকামনা...  

     

    এফ বিঃ Masum Badal

    Load more comments...