Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নিঃশ্চুপ অর্ণব

১০ বছর আগে লিখেছেন

লেখা আহবান

বইমেলা ২০১৪ আমাদের প্রকাশিত বই “দ্বিপ্রহর” (সমকালীন কবিতা সংকলন) আপনাদের ভালবাসায় সফল হয়েছে। এরই সূত্র ধরে একই নামে আমরা নিয়ে আসতে যাচ্ছি “দ্বিপ্রহর” ত্রৈমাসিক পত্রিকা । “বর্ষা” শিরোনামে প্রথম সংখ্যা প্রকাশিত হতে যাচ্ছে । প্রয়োজন আপনাদের আন্তরিকতা এবং মূল্যবান লেখা ।
সম্পাদকের বরাবরে লেখা পাঠাবেন “diprohor2@yahoo.com" এই ঠিকানায়-বাংলায়। কোন বিভাগে লেখা পাঠাচ্ছেন সে বিভাগের নাম, সাথে নিজের সংক্ষিপ্ত পরিচয় এবং ফোন নাম্বার সংযুক্ত করবেন । একাধিক বিষয়ে লেখা পাঠাতে পারবেন তবে একটি বিষয়ে লেখার সংখ্যা শুধু একটি হতে হবে ।লেখা নির্বাচনে মানকেই বিবেচনা করা হবে । কবিতা প্রাধান্য পাবে এমন নয়, সব বিভাগের লেখাই প্রয়োজন ।
যে সকল বিষয়ে লেখা আহবান করা হচ্ছে ঃ-
উপন্যাস, কবিতা, ছোট গল্প, ঝুড়ো গল্প, বই আলোচনা, রম্য রচনা, অনুবাদ সাহিত্য, ভ্রমন কাহিনী, সাহিত্য আড্ডা’র কথা, সৃজনশীল ব্যাক্তিদের সাক্ষাৎকার, আঞ্চলিক সংস্কৃতি (ফিচার), স্মৃতি কথা, বিজ্ঞান বিষয়ক লেখা, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, ফটোগ্রাফি
প্রবন্ধ ইত্যাদি । লিখতে পারেনঃ- চারুকলা, নৃত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, খেলাধুলা, শিল্প ও অর্থনীতি নিয়েও ।
লেখা পাঠানোর শেষ সময় বর্ধিত সময় সহ করা হলো ২২ এপ্রিল, ২০১৪ ।
প্রয়োজনে যোগাযোগ করতে পারেন... অর্ণব হোসেন-01676713278
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - মোঃসরোয়ার জাহান

    thank's for share...

নিঃশ্চুপ অর্ণব

১০ বছর আগে লিখেছেন

অনিয়মিত সংশয়

এক চোখ বুজে অন্য চোখের দৃষ্টি সীমা সীমিত ;
অপরিপক্ব নিঃশ্বাসের হুংকার
কতটুকু আর নির্জীব চেতনাকে সতর্ক বানী দেয় ।
হোমিওপ্যাথিকের ন্যায় ধীর ক্রিয়াশীল মানবিক বোধ
আমার সংকুচিত হাতের পরিধিকে কতটুকু আর প্রসারিত করে ।
সাদাকালো একটি পথশিশু
তার নির্মল নত দৃষ্টি দিয়ে আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করে--
”আমি কেন চিন্তিত নই ?,
কেন নিজেকে অবান্তর ভাবিনা মানুষ হিসেবে ?”
কয়েকটি কালো পিপীলিকার পিঠে নির্দয় রুপে দাড়িয়ে
দৃঢ়তার সাথে স্ব-পক্ষ সমর্থন বড়ো দায়।
তাই সৃজনশীল অজুহাত দেয়ার প্রতিযোগিতায় জয়ী আমি
নিজেকে মিথ্যুক রুপে মনে পড়ে ।
মানবিক প্রশ্ন এড়াতে যখনি রঙিন চশমা দেই চোখে
মানবতা আমাকে পুলিশ ভেবে বসে;
দৌড়ে পালায়, যেখানে উত্তর পাওয়া যায়।
আমাদের কৃত্রিম হাসিগুলো টুপ করে খসে পড়ে রাম অথবা ভদকার গ্লাসে,
সত্ত্বার জৈবিক চাহিদা ব’লে চাপিয়ে দেই
যারা এক গ্লাস ভদকার দামে চার দিন তিন বেলা খেতে পায়।
আঘাতে অশ্রু ঝরায় না যে
তাকে শুধু বৃক্ষই বলি, মানুষ বলিনা।
আজকাল নিজেকে আঘাত করতে বড্ড বেশী ভয় পাই।
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মোঃসরোয়ার জাহান

    very nice......!

    • - গোলাম মাওলা আকাশ

       ধন্যবাদ সরোয়ার জাহান ভাই  

নিঃশ্চুপ অর্ণব

১০ বছর আগে লিখেছেন

মেরুন খামে স্বপ্ন

 
নাহ্ এ এক বেহুদা প্রচেষ্টা
মেরুন খামের বুকে অপচয় হচ্ছে যেন হিসেব লেখার কালি।
এখানে নেই কোন প্রাপকের ঠিকানা,
অকর্মাদের মতো এটি নয় কোন বেওয়ারিশ উড়ো চিঠি।
আড়ামোড়া দেয়া অস্বস্তির নাইলন সুতোয় বোনা জাল
নিঃশ্বাসের গলিত লাভায় ফুটো করে চলেছি।
এ সুযোগে জাল ছিড়ে বেরিয়ে আসা
অপরিণত কিছু অদ্ভুত স্বপ্ন
খামের ভেতর গিয়ে জুবুথুবু হয়ে ঘুমিয়ে পড়ে।
মেরুন খাম যেন পুনর্জন্ম নিয়ে, মোহনার মতো টলমল করে।
রোগা স্বপ্নগুলো যেন হয়ে ওঠে নীল তিমি।
আমি স্বপ্নগুলো পোস্ট করি বেগানা বুক পকেটে।
অহেতুক লেখা বর্ণগুলো নিজেরাই সাজুগুজু করে--
স্বপ্নের সাথে হাত মেলায়।
আসমান থেকে বৃষ্টি হয়ে ঝড়ে হাসনাহেনা।
নিরাশার নেশা কেটে যায়।
তাই যখনি জীবনের ঠিকানা ভুলে যাই
একটি মেরুন খাম কিনে ভিতরে পুরে দেই নির্ঘুম কিছু স্বপ্ন ।।
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - আলমগীর সরকার লিটন

    বাদল দা

    আঁধার অঢেল সত্য

    স্মৃতিময় বড় কষ্ট--

    ভাল থাকুন-------

    • - মাসুম বাদল

      শুভকামনা রইলো... 

    - মাহাফুজুর রহমান কনক

    সুন্দর, মুগ্ধতা।

    এফবিতে কিভাবে পাব আপনাকে।

    - মাসুম বাদল

    অশেষ ধন্যবাদ ও শুভকামনা...  

     

    এফ বিঃ Masum Badal

    Load more comments...

নিঃশ্চুপ অর্ণব

১০ বছর আগে লিখেছেন

কবিতার একটি বই

একশত পাতা কবিতা পড়বো ব’লে
চৈত্রের দুপুরে শিংমাছের ঝোল দিয়ে---
নুন ছাড়া দুই থালা ভাত বিসর্জন দিয়েছি।
ফ্যাকাশে স্বপ্নগুলো সস্তায় ঘুমের আরত হতে কেনার প্রতিজ্ঞা করেও
এক বিকেল বর্ণিল আলো এনে
কবিতার চোখে ঢেলে দিয়েছি।
কঙ্কালসার নির্মাণরত দালানে
নয়টি চড়ুই পাখির গড়াগড়ি দেখেও ফিরিয়ে এনেছি দৃষ্টি,
একশত পাতা কবিতা পড়বো ব’লে।

আমার আজ্ঞাবহ বালিশটিকে
আরাম প্রিয় মস্তিষ্কের আঘাতে আহত করেছি শতবার।
আকাশ থেকে যখন তখন খসে পড়া----
প্রেমিকার স্মৃতিচিহ্নময় হাহাকার ”ধুর ছাই “ বলে তাড়িয়ে দিয়েছি।
গত সকালে বাড়ির গেটে মৃত কাক নিয়ে
কবিতা লেখার প্ল্যাট ফর্ম ডুবিয়ে দিয়েছি
ভাবের অতল বুড়িগঙ্গায়।

সন্ধ্যের ছায়াতে বিকেল ঘুমিয়ে পড়ে,
সুতো ছেড়া দৃষ্টিরা ঘুরপাক খায় শব্দের অলিতে গলিতে।
কবিতার গায়ে আঙুলের ছাপ
প্রতিটি ছাপে জীবনের যতি চিহ্ন।
আমার একরোখা ইচ্ছেগুলো কবিতার একশ পাতা খুঁজে পায়।

ধার করে আনা কবিতার বইতে পৃষ্ঠা থাকে বেশি,
ফেরত দিতেই যত অলসতা।
আসর মাগরিবে প্রশ্ন করি বিধাতার কাছে
”জীবন ! একি অসংখ্য পৃষ্ঠায় কবিতার একটি বই ?”
continue reading
Likes Comments
০ Shares

নিঃশ্চুপ অর্ণব

১০ বছর আগে লিখেছেন

আমার বন্ধু নয়না

প্রতি সকালে আবেগের আহত এবং
মৃত লাশ বুকে নিয়ে ঘুম ভেঙে জাগি।
প্রতি দুপুরে বাতাস পোড়া রোদে ব্যস্ততা নিঃসৃত ঘাম
পাথুরে ধূলোয় পদচিহ্নে বাটি।
যখনি অনাশ্রিত আমার অনুভূতি গুলো
কঠোর শূন্যতায় কোমলতা খোঁজে,
তখনি বন্ধু তুমি নয়না, নয়নের আড়ালে বসে ছোঁয়া দাও ।
আমি চমকে উঠি না
শুধু ফুসফুসে জমাট প্রতিক্ষাগুলো
বিগলিত নিঃশ্বাসে হয় অবসান।
আমার যখন তখন আবদারে
হাসিময় গান তুমি তরঙ্গে ভাসিয়ে দাও,
জানালার ওপাশে নীল-শীতল দৃশ্যগুলো ডানা মেলে ওড়ে।
যান্ত্রিক বাহনগুলো রূপ নেয় সবুজ বিশ্রামাগার;
যেখানে আট বেলা বিসর্জন দিতে হয়--
আমার আটশ অলসতা।
আমি বিষণ্ন হলেই
তুমি লক্ষী মেঘের মতো আমাকে ছাঁয়া দাও।
সান্তনা দাও কোন একদিন বৃষ্টি হবে।
পথের পরিত্যক্ত মন্দিরে ফুটে ওঠে দোলনচাঁপা,
দুটি চড়ুই পাখির নরম নখে দুলে ওঠে বাতাস,
পেয়াজ ফুলের পাপড়িতে মধু আসে,
সকাল পেরিয়ে প্রতিদিন দুপুর হয়,
আমার ভাবনা প্রহরে নয়না
তুমি আসো;
বন্ধু হয়ে ।
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - আলমগীর সরকার লিটন

    দাদা

    বা সুন্দর লাগল -----

    • - বালুচর

      ধন্যবাদ জানাই ।

Load more writings...