Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

md bahar uddin

১০ বছর আগে লিখেছেন

আজ এমন একটা দিন যে দিন টা নিয়ে কিছু লিখতে গেলে হৃদয়ে কম্পন শুরু হয়ে যাই ।। কারন আজকের দিনে জন্ম নিয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি ।। যিনি বাঙ্গালি জাতিকে এনে দিয়াছিলেন স্বাধীন একটা দেশ।। যার জন্য আমরা পেলাম স্বাধীন একটা দেশ ।। আমরা স্বপ্ন দেখি স্বাধীন ভাবে নিঃশ্বাস নিতে পারার।। কিন্ত আমরা কি সত্যিকারের স্বাধীন হতে পারছি ? আমরা কি ঘুম থেকে ওঠে স্বাধীনতার স্বাদ পাই? নাকি আমরা পত্রিকা খুলে দেখতে পাই লাশ,মারামারি কাটাকাটি।। কেনও আমরা এইসব দেখি ? আজ বঙ্গবন্ধু থাকলে হয়ত এই সব দেখতে হত না আমদের।।............।। আজ শুধু এই কথা বলতে চাই হে জাতির জনক তোমাকে জানাই হাজার সালাম।। তুমি ছিলা আছ এবং থাকবে আমাদের অন্তরে ।। কেও আমদের থেকে তোমাকে আলাদা করতে পারবে না।। যতদিন এই বাংলাদেশ থাকবে যতদিন আমরা থাকবো তত দিন তুমি থাকবে আমাদের হ্রিদএ।।আমরা তোমার রক্তের দাম দিতে পারি নাই, কিন্ত তোমাকে মনে রাখবো চির দিন।। আমরা বেঈমান বিশ্বাস ঘাতক আমরা তোমার রক্তের দাম দিতে পারি নাই তাই বলে আমরা এতটা বেঈমান না এতটা বিশ্বাস ঘাতক না যে তোমাকে ভুলে যাব।।

Likes Comments

md bahar uddin

১০ বছর আগে লিখেছেন

জাতির জনক

বাংলাদেশ মানে মুজিব...। আর মুজিব মানে বাংলাদেশ...। অনেকে এই কথাটা নিয়া বাড়াবাড়ি করে...। তারা বাংলাদেশের বর্তমান রাজনীতির সাথে আমাদের জাতির জনকের সমকার রাজনীতির compare করে...। এইটা কতটা যুক্তি যুক্ত তা জানিনা...। তবে এই টুকু বলতে পারি মুজিব না থাকলে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র হত না...। আর এখন তো আরেক টা রীতে আসছে যে মুক্তিযুদ্ধের কথা বললে বলে নাস্তিক... আর ধর্মের কথা বললে জঙ্গি ...। কই জামু ? আসলে এই সব আবিস্কার করে আমাদের দেশের নিম্ন মানশিকতার রাজনিতিবিদরা।।তারা তাদের স্বার্থ হাসিলের জন্য এই সব করে ... কিন্তু আমরা সাধারন মানুষেরা তা বুজি না। থাক এই সব কথা ।। শুধু এই টুকু বলতে পারি বর্তমান রাজনীতির জন্য জাতির জনক কে অস্বীকার করবেন না... কারন ওনাকে অস্বীকার করা মানে বাংলাদেশ কে অস্বীকার করা। ১৭ তারিখ আমাদের বাঙ্গালি জাতির জনক এর জন্ম দিন ... আসুন আমরা সবাই অনার জন্য দুয়া করি।
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - নুসরাত জাহান আজমী

    মৃদু বাতাসে পতাকা নড়ছে বটে তবে পুরোপুরি বোঝার মতো নয়,  আমাদের গ্রাম কি এখনো পাকিস্তানী দখলে ! হটাত দমকা বাতাসে খুলে গেল পুরো পতাকা । আরে এযে স্বাধীনবাংলার পতাকা ! আনন্দে দু ভাই একে অপরকে জড়িয়ে ধরলাম , একসাথে চিৎকার করে উঠলাম “ জয় বাংলা”।  অন্যরকম একটা অনুভূতি  তাই না আজিজ ভাই? যতবার পড়লাম, ততবার শিহরিত হলাম। 

    • - শাহআজিজ

      ধন্যবাদ। খুব আবেগি ব্যাপার , ৭১ আমাদের মত কিশোরকে সাহসী হতে শিখিয়েছে।

    - আহমেদ রব্বানী

    ১৬ই ডিসেম্বর আকাশবাণীতে সন্ধ্যাবেলায় দেবদুলাল বন্দ্যোপাধ্যায় কাঁপানো কান্নাজড়িত কণ্ঠে একটি স্বাধীন দেশের জন্মলগ্নের আবেগমথিত বানী পড়ে শোনালেন । আমরা চোখ মুছলাম আমাদের ৯মাসের এক বীর মিডিয়া সহযোদ্ধার সাথে।

    • - শাহআজিজ

      আমাদের গর্ব আমরা ৭১ দেখেছি । দেখেছি একটি নতুন দেশ কিভাবে সৃষ্টি হয় ।

    - চারু মান্নান

    বেশ লাগল কবি,,,আমাদের জন্মের ইতিহাস,,,,,,,,,,,,,,

    Load more comments...