Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সুখেন্দু বিশ্বাস

১০ বছর আগে লিখেছেন

ঘুরে আসুন এস এম ই মেলাঃ

 

 

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, শের-এ-বাংলা নগর, ঢাকাতে গত ৪ঠা এপ্রিল ২০১৪, শুক্রবার, শুরু হয়েছে ৩য় জাতীয় এস এম ই মেলা। চলবে ৮ই এপ্রিল ২০১৪ পর্যন্ত। দর্শনার্থীদের জন্য প্রতিদিন বেলা ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এই মেলা। কোন প্রবেশ মূল্য নেই। চাইলেই ঘুরে আসতে পারেন আপনিও।

 

এস এম ই কি?

এস এম ই (SME) হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (Small and Medium Enterprise)। এস এম ই ফাউন্ডেশন কর্তৃক ৩য় বারের মত আয়োজিত এই মেলায় সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পন্য সামগ্রী প্রদর্শিত ও বিক্রয় করা হচ্ছে। উদ্দেশ্য দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পন্যের প্রচার ও প্রসার এবং তরুন উদ্যোক্তাদের শিল্পায়নের মাধ্যমে স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ করা। মেলায় প্রায় ১৫০ জন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের স্টল রয়েছে। যার মধ্যে আছে-

১) পাটজাত পন্য।

২) চামড়াজাত সামগ্রী।

৩) পোশাক ডিজাইন ও ফ্যাশন ওয়্যার ।

৪) হ্যান্ডিক্রাফটস।

৫) কৃষি প্রক্রিয়াজাত পন্য।

৬) গৃহস্থালি পন্য।

৬) প্ল্যাস্টিক ও সিন্থেটিকস।

৭) ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিকস।

৮) লাইট ইঞ্জিনিয়ারিং পন্য।

৯) অন্যান্য সেক্টরের দেশীয় পন্য।

 

চলুন, আমার সাধারণ মোবাইল ক্যামেরায় তোলা মেলাটির কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করা যাক।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

Likes Comments
০ Share