Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সুখেন্দু বিশ্বাস

১০ বছর আগে লিখেছেন

আমি এখন অনলাইনে

অনলাইনে প্রেম-পিরিতি,

অনলাইনে বিয়ে,

অনলাইনেই পড়াশুনা

যাচ্ছি তো চালিয়ে।

অনলাইনে প্রতারনা,

ভাঙল কারো ঘর।

অনলাইনে প্রতিবাদের

উঠলো ভীষণ ঝড়।

অনলাইনে হিসেব খুলি

অনলাইনে ডিল,

অনলাইনে চাকরি পেলাম

পাথরে পাঁচ কিল।

অনলাইনে গেম খেলা যায়,

অনলাইনে চ্যাট,

অনলাইনে কোষাগারে

নিচ্ছে জমা ভ্যাট।

­­­­অনলাইনে কুমড়ো কিনি,

অনলাইনে চিনি,

অনলাইনে পোশাক কিনি,

লার্জ, মিডিয়াম, মিনি।

তোর বাড়িতে যাই না আমি

নেই না কোন খোঁজ -

আমায় নিয়ে নিত্য শুনি

এমন অভিযোগ।

মিছেই কেন খুঁজিস আমায়

বামে কিংবা ডাইনে,

গুগল সার্চে ক্লিক করে দেখ

আছি যে অনলাইনে।

 

(২২/০৩/২০১৪ইং)

 

Likes Comments
০ Share

Comments (4)

  • - সেলিনা ইসলাম

    ভিতরে বাইরে অন্তরে মধুর বাংলা ভাষ

    স্মৃতি সত্ত্বা জুড়ে আছে মুক্তিযুদ্ধের ইতিহাস ।  শুভকামনা রইল 

    - আলমগীর সরকার লিটন

    দাদা

    কবিতা খুবি অসাধারণ

    শুভ কামনা----