Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আইরিন সুলতানা

১০ বছর আগে লিখেছেন

পলাতক বাচ্চু রাজাকার: ইন্টারপোল সক্রিয় হোক

মওলানা আবুল কালাম আজাদ তার স্বরূপে তথা বাচ্চু বাজাকার হিসেবে পুন:পরিচিত হয়েছেন একটা লম্বা সময় পরে। এর মাঝে দীর্ঘ দিন টিভি চ্যানেলের ধর্মীয় সওয়াল-জওয়াব অনু্ষ্ঠানের মধ্য দিয়ে আবুল কালাম আজাদ নামে ধর্মানুরাগীদের চোখে রীতিমত প্রিয়ভাজন হয়ে উঠেছিলেন। বস্তুত এভাবেই যুদ্ধাপরাধী ব্যক্তি-গোষ্ঠি-দল ৭১’এর ঘৃণ্য কৃতকর্ম আড়াল করতে ধর্মকেই বর্ম করে পরকালের ব্যাপারি সেজেছিল। ধর্মীয় পদবী মওলানা যুক্ত করে আবুল কালাম আজাদ অসংখ্য মুরিদান গড়ে তুলেছিলেন। একেবারে গোড়ায় যখন অনলাইনে-পত্রিকায় আবুল কালাম আজাদের রাজাকার কারনামা প্রকাশিত হতে শুরু করে, তখন অনেক শিক্ষিত শ্রেণীভুক্তরাও ধর্মান্ধতার বশে এসব অভিযোগ আমলে আনতে চাননি । তবে আলোচনা বিস্তারিত হতে থাকলে বাচ্চু রাজাকার টিভি চ্যানেলের সাওয়াল জওয়াব অনুষ্ঠানে আচমকাই অনুপস্থিত থাকেন। বাতাসে কানাঘুষা কমে আসলে পুনরায় টিভিতে আবির্ভূত হন। টিভি পর্দায় বাচ্চু রাজাকারের এই পুনরাবির্ভাব কি টিভি কর্তৃপক্ষের উদাসীনতা ছিল? নাকি একদিকে প্রগতিশীলতার স্লোগান, অন্যদিকে ধর্মান্ধতাকে পুঁজি করে চ্যানেলের ’টিআরপি’ ধরে রাখার প্রতিযোগিতার গরল অংক? নাকি অতীতের বাচ্চু রাজাকারকে ভুলে বর্তমানের মওলানা আবুল কালাম আজাদকে প্রতিষ্ঠাকরণের কোন এজেন্ডাকে প্রশ্রয় দেয়া হয়েছিল? দু:খজনক হলেও এ উপলব্ধি খুব সুস্পষ্ট, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিকে রাজপথে-মাঠে-ময়দানে-অনলাইনে সময়ে সময়ে জিইয়ে রাখা কিছু মানুষ ছাড়া যুদ্ধাপরাধীদের বিচার কোনদিন এই দেশে হবে এমনটা বিশেষ বিশেষ মহলে ব্যবসায়িক-রাজনৈতিক-স্বার্থান্বেষিক দৃষ্টিতে নৈতিকভাবে কখনই প্রাধান্য পায়নি।     
চলতি বছরের ২১শে জানুয়ারিতে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার প্রথম রায়ে ট্রাইব্যুনাল-২ বাচ্চু রাজাকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করে । হত্যা-ধর্ষণ-লুণ্ঠন-অপহরণ-অগ্নিসংযোগ-আটক-ধর্মান্তরিতকরণ, যুদ্ধাপরাধের সংজ্ঞায় স্বীকৃত সব ক’টি অপরাধই প্রমাণিত ছিল বাচ্চু রাজাকারের বিরুদ্ধে। দুর্ভাগ্য হল, বাচ্চু রাজাকার আজ পর্যন্ত ফেরারি। যার বিরুদ্ধে আইনগত অভিযোগ উত্থাপিত হবে, যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে, সেই অপরাধি প্রশাসনের চোখে ধুলো ছুঁড়ে কিভাবে গা ঢাকা দিতে সক্ষম হন এবং এখন অব্দি... continue reading
Likes Comments
০ Shares

Comments (3)

  • - ভূতের আছড়

    নিজেই মন্তব্য দিয়ে নিজেকে ধন্য করিলাম। :P অনেক ভালো লিখছেন । আপনার কাছ থেকে অনেক ভালো কিছু আশা করি। আপনার লেখনি অনেক ভালো হি হি হি

    • - নীল সাধু

    - নীল সাধু

    - ভূতের আছড়

    Load more comments...