Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মাহমুদ আশিক

৯ বছর আগে লিখেছেন

___মিসিং ফ্ল্যাশ___

সেবার এক বড় ভাইয়ের অফিসে গেছি। এমন ঝকঝকে অফিস যেন পরিষ্কার টাইলস করা মেঝেতে নিজের দর্শন পাওয়া যায়। যাবার পর কথা বলতে বলতেই আসলো সাদা ধোঁয়া উঠা এক মগ কফি। কফি খেতে খেতেই কেমন জানি পেট মোচড় দিলো। তো টয়লেটের শরণাপন্ন হলাম। 
বাব্বা টয়লেটাও সেই। আলিশান ইংলিশ কমোড।
কার্য সম্পাদন শেষে ফ্লাশে হাত দিতেই-----মাথায় হাত। পানি নেই কিংবা ফ্ল্যাশ নষ্ট। 
প্রায় দশ মিনিট বিভিন্ন কায়দা করে পার পেলাম। মান সম্মানের ব্যাপার।

এই ঘটনাটার ফলে একটা শিক্ষা পেয়েছি, কিছু কিছু হঠ্যাৎ আগমনকারী অনাকাংক্ষিত চরিত্রগুলো যারা কিনা, ফ্ল্যাশতুল্য তাদেরকে একটু সময় করে ম্যানুয়ালি ফ্ল্যাশ করুন। একটু কষ্ট হলেও অন্তত মানসম্মান বাঁচবে। জানেন তো পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।

( দ্রষ্টব্য: অনেকে নাক ছিটকাবেন। এরকম পরিস্থিতিতে কম বেশি সবাই পড়েছি। আমিই লিখলেই নাক ছিটকানো। )

Likes Comments
০ Share

Comments (0)

  • - হাসান বিন নজরুল

    সচেতনতা মুলকপোষ্টটির জন্য ধন্যবাদ 

    • - ব্লগার ভাই

      আপনাকেও ধন্যবাদ।