Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শামুক শামুক

১০ বছর আগে লিখেছেন

বর্ষাতি-মগজে.........

৪/১১/১৩
Monday, November 4, 2013
4:58 PM
 
 
বর্ষাতি-মগজে আর ফ্লুর আক্রমন নেই--
বস্তিতে বেড়ে ঊঠা শিশুদের মত শক্ত এন্টিবড়ি ঘিরে আছে তায়;
আর তাই--
অটোরিক্সা থেকে বিতাড়িত প্রসুতি রাস্তায় গড়াগড়ি করেও
সদ্যজাত দেবতাকে স্তন্য পান করায়--
কক্টেল আর গ্রেনেড়ের আলোর ঝলকানি সমেত উম্মাদ-উৎফুল্ল জনতার ভিড়ে!
 
শিশু ধিক্কার দিয়ে আর্তচিৎকার করে উঠে--
বলে, আমি মানুষের মাঝে মানুষ হয়েই থাকতে চাই!
 
এখানে দেবতা টিকেনা, টিকে থাকে অমানুষ!
শিশুর আকুতিও মিলিয়ে যায় চারপাশের উম্মাদনায়।
 
মগজের শক্ত-এন্টিবড়ি এখানে অসাড়--
চাই আরো দুর্ভিক্ষ--
খাদ্যের, মননের, জ্ঞানের;
চাই পাথরময়-শুষ্ক পৃথিবী!
 
অমানুষের মাঝে পাথর এন্টিবড়িও হয়তো টিকবেনা;
তবুও মগজ প্রতিরক্ষায় মগজ খরচ তো প্রকৃতিরই নিয়ম!
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - লুৎফুর রহমান পাশা

    মানবতা বিরোধী মুক্ত বাংলাদেশ চাই

    • - তুহিন সরকার

      “রাজাকার মুক্ত বাংলাদেশ

      মুক্তিযুদ্ধ অনিঃশেষ”

      ধন্যবাদ, শুভকামনা রইল।