Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সুব্রত শুভ

১০ বছর আগে লিখেছেন

 বিখ্যাত লোকদের কিছু বিখ্যাত “উক্তি”

 আসুন উক্তিগুলো আমরা চর্চা করি, আমাদের জীবনে প্রয়োগ করি। আসুন ভালকে আমরা গ্রহণ করি, মন্দকে বর্জন করি, জীবনকে রাঙিয়ে তুলি অপার্থিব এক রঙিন আলোয়। আমাদের জীবন হোক কল্যাণময়, সমাজ হোক শ্রেণি-বিভেদহীন ও শান্তিময়।

 


“ একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না॥ ”
—শেখ সাদী।

“ আমরা জীবন থেকে শিক্ষা গ্রহণ করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না॥ ”
—শিলার।

“ একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন॥ ”
—লং ফেলো।

“ কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায়॥ ”
—আলফ্রেড মার্শাল।

“ বেশী কথা বলা, তা যতই মূল্যবান হউক নির্বুদ্ধিতার নিদর্শন॥ ”
—অ্যারিস্টটল।

“ জ্ঞানীর হাত ধরা যায়, কিন্তু বোকার মুখ ধরা যায় না॥ ”
—জর্জ হার্বাটর।

“ যিনি সম্পদের লোভে বিয়ে করেন, তিনি তার সত্ত্বাকে বিকিয়ে দেন॥ ”
—টমাস ফুলার।

“ বড় হতে হলে সর্বাগ্রে সময়ের মূল্য দিতে হবে॥ ”
—চার্লস ডিকেন্স।

“ মিষ্টি মধুর কথায় যতটা আনন্দ পাওয়া যায়, অন্য কিছুতে ততটা আনন্দ পাওয়া যায় না॥ ”
—টমাস ফুলার।

“ সুন্দর করে কথা বলা একটা আর্ট (কৌশল)। এই আর্ট আয়ত্বে থাকলে সহজে মানুষকে আপন করা যায়॥ ”
—হেনরীভন ডাইক।

“ ওঠো, এবং ভয় পেয়ো না॥ ”
—যীশু।

“ যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে?
যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেন না, কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দিবে?”
—শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

“ ভয়? সে কে? তাকে তো কোনোদিন দেখিনি॥ ”
—লর্ড নেলসন।

“ হয়তো দশবার টসে একবার মাত্র আমি জিতেছি, কিন্তু তাতে আমার দুঃখ নেই। আমার মুখ তো তাই বলেছে- যা আমার চোখ দেখেছে॥ ”
—চে গুয়েভারা।

“ গতি যার নীচ সহ নীচ সে দুর্মতি॥ ”
—মাইকেল মধুসূদন দত্ত।

“ রহস্যকে ব্যাখ্যা করবার জন্যই ঈশ্বরের ধারনা এসেছে॥ ”
—রিচার্ড ফিলিপস ফাইনম্যান।

“ বাংলার মাটি দু্র্জয় ঘাঁটি জেনে নিক দুর্বৃত্তেরা॥ ”
—বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

“ ক্লান্ত হলে তো অনেক আগেই মারা যেতাম। ক্লান্তি নেই বলেই তো একজন শিল্পী এতদিন বেঁচে থাকে॥ ”
—পাবলো পিকাসো।

“ যদি আমি তোমাকে ভালোবাসি, ঈশ্বর।
তুমি কেবল তোমার কিছু সৃষ্টিকে ভালোবাসতে পারোনা॥ ”
—মুহাম্মদ আলি।

“ পুরুষের দশ দশা।
কখনও হাতি কখনও মশা॥ ”
—মীর মশাররফ হোসেন।

“ নিজেকে আর নিজের শত্রুকে চেনা থাকলে কোনো হার ছড়াই একশ যুদ্ধ জেতা যায়॥ ”
—সান যু।

“ নিন্দিত করুন। কোন ব্যাপার না। ইতিহাস আমাকে মুক্তি দেবে॥ ”
—ফিদেল আলেহান্দ্রো কাস্ত্রো রুজ (ফিদেল ক্যাস্ট্রো)।

“ রক্ত কখনও ঘুমায় না। প্রতিশোধ নেবার জন্য জেগে থাকে॥ ”
—সালাহউদ্দীন।

“ আমাদের কেবল ভয়কে ভয় পাওয়া উচিৎ॥ ”
—ফ্রাংক্‌লিন ডেলানো রুজ্‌ভেল্ট (ফ্রাংক্‌লিন ডি রুজ্‌ভেল্ট)।

“ আমরা হয় এক রাস্তা খুঁজে নেব, নয় বানিয়ে নেব॥ ”
—হ্যানিবল।

“ অসম্ভব শব্দটি মুর্খের অভিধানেই পাওয়া যায়॥ ”
—নেপোলিয়ন বোনাপার্ট।

“ জ্ঞান নয় কল্পনাই বুদ্ধির প্রকৃত পরিচয়॥ ”
—আলবার্ট আইনস্টাইন।

“ আমি ভেড়ার নেতৃত্বে সিংহ বাহিনীকে ভয় পাই না,
কিন্তু সিংহের অধীনে ভেড়ার পালকে ভয় পাই॥ ”
—আলেকজান্ডার।

“ আমি শুয়োর পছন্দ করি। কুকুর আমাদের দিকে চোখ তুলে তাকায়। বিড়াল চোখ নামিয়ে তাকায়। শুকর আমাদেরকে সমভাবে দেখে॥ ”
—উইনস্টন চার্চিল।

“ স্বপ্ন তা নয় যা ঘুমের মধ্যে আসে,
স্বপ্ন সেটাই যা ঘুমকে দুর করে॥ ”
—ড. আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম (ড. এ পি জে আব্দুল কালাম)।

“ বামন চিনি পৈতা দেখে
বামনী চিনি কেমনে রে? ”
—লালন ফকির।

“ মানুষ স্বভাবতই একটি রাজনৈতিক প্রাণী॥ ”
—অ্যারিস্টটল।

“ মানুষ সামাজিক জীব॥ ”
—অ্যারিস্টটল।

“ এদেশের বুকে আঠারো আসুক নেমে॥ ”
—সুকান্ত ভট্টাচার্য্য।

“ সৃষ্টি সৃষ্টিকে ধ্বংস করে অথবা নব্যরূপ প্রদান করে॥ ”
—অবিবেচক দেব নাথ ।

“ আমি বেশি দুরে দেখে থাকলে তা দৈত্যদের ঘাড়ে চড়েই॥ ”
—আইজ্যাক নিউটন।

“ কোন প্রজাতন্ত্র মুল্যবোধ ও ন্যায়বিচারবোধ সম্পন্ন জনপরিষদ ছাড়া সফল হতে পারে না॥ ”
—চার্লস ডারউইন।

“শতপুষ্প বিকশিত হোক॥ ”
—মাও সে তুং।

“রক্তমাখা অস্ত্র হাতে রক্তমাখা আঁখি,
শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি॥ ”
—রবীন্দ্রনাথ ঠাকুর।

Likes Comments
০ Share

Comments (4)

  • - বাঙলা বেলায়েত