Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

হাসান ইমতি

৯ বছর আগে লিখেছেন

সানুনয় নিবেদন

ক্ষুধিত ইচ্ছেময় পুরুষগন্ধি রাতের বুক পকেটের
অনৈতিক ভাজে রাখা কামভেজা কোন শরীরময়
বোধের সাথে আমার আর হয়না নির্ঘুম সহবাস ...    
স্পর্ধিত বিশ্বাসের উর্বশী পাখায় লোলুপ আগুন
জ্বেলে পুড়িয়ে ফেলেছি আমার সব সুখস্বপ্ন ...
একটি ছিল কবিতা, একটি সাগর, অন্যটি তুমি,
এখন আমার আর লাল বেগুনী কোন চাওয়া নেই,
আমার আর নেই জোস্ন্যা প্লাবিত মধ্যবিত্ত অসুখ

জীবনের কিছু আঁধারঘেরা রহস্য জানতে হয়না,
তবুও স্খলিত সময়ে অনন্ত আঁধারের মাঝে বিস্মৃত
আত্মপরিচয় খুঁজে নিতে নিতে আমি জেনে
যাই জীবনের কিছু অপ্রয়োজনীয় নির্মম সত্য,
জীবনের কিছু অনাবশ্যক বিভীষিকাময় রহস্য,    
আজন্ম লালিত বিশ্বাসের শেষকৃত্য শেষে
এখন আমার হৃদয়ে কেবলই অনল দহন,
এখন আমার দুচোখে শুধুই অনিবার্য ধ্বংস,
এখন আমি শুধু বিনাশ চাই মিথ্যে প্রহেলিকার,
সানুনয় নিবেদন শুধু একটি মহা প্রলয় ও একটি নতুন শুভ সুচনার

Likes Comments
০ Share