Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

হাসান ইমতি

৯ বছর আগে লিখেছেন

সানুনয় নিবেদন

ক্ষুধিত ইচ্ছেময় পুরুষগন্ধি রাতের বুক পকেটের
অনৈতিক ভাজে রাখা কামভেজা কোন শরীরময়
বোধের সাথে আমার আর হয়না নির্ঘুম সহবাস ...    
স্পর্ধিত বিশ্বাসের উর্বশী পাখায় লোলুপ আগুন
জ্বেলে পুড়িয়ে ফেলেছি আমার সব সুখস্বপ্ন ...
একটি ছিল কবিতা, একটি সাগর, অন্যটি তুমি,
এখন আমার আর লাল বেগুনী কোন চাওয়া নেই,
আমার আর নেই জোস্ন্যা প্লাবিত মধ্যবিত্ত অসুখ ।

জীবনের কিছু আঁধারঘেরা রহস্য জানতে হয়না,
তবুও স্খলিত সময়ে অনন্ত আঁধারের মাঝে বিস্মৃত
আত্মপরিচয় খুঁজে নিতে নিতে আমি জেনে
যাই জীবনের কিছু অপ্রয়োজনীয় নির্মম সত্য,
জীবনের কিছু অনাবশ্যক বিভীষিকাময় রহস্য,    
আজন্ম লালিত বিশ্বাসের শেষকৃত্য শেষে
এখন আমার হৃদয়ে কেবলই অনল দহন,
এখন আমার দুচোখে শুধুই অনিবার্য ধ্বংস,
এখন আমি শুধু বিনাশ চাই মিথ্যে প্রহেলিকার,
সানুনয় নিবেদন শুধু একটি মহা প্রলয় ও একটি নতুন শুভ সুচনার।
continue reading
Likes Comments
০ Shares

হাসান ইমতি

৯ বছর আগে লিখেছেন

অলীক সুখ

আতস কাচের চোখ থেকে আকাশের নীল
ঢেকে দেওয়া বৃষ্টির ঝুম পর্দা সরিয়ে যখন
তুমি নারীসুলভ পেলব ছলনা মেখে পুরনো
অতীতকে ফিরে পাবার অনাবৃত বাসনায়
বহুদিন পর আবার তাকালে আমার পরিত্যক্ত
পৃথিবীর মত বদলে যাওয়া পুরুষ চোখে তখন
আর আগের মত দক্ষিণ মেরুর সব সাদা বরফ
গলে মহাপ্লাবন এলো না নুহের পৃথিবীতে ।

কেবল একাকী রাত কান্নার মত হেসে লুটিয়ে
পড়ল শরীরসর্বস্ব নারীর ক্লান্তিকর অস্তিত্বে উষ্ণতা
খোঁজা বোকা মানুষটির সুখ ভাবনার উদারতায়,
তবু তুমি স্বার্থের হিসেবী শকুন চোখের মোহ হটালে
না আমার তোমার জন্য মৃত পাথর চোখ থেকে,
সব ভুলিয়ে দেয়া মায়াবী কন্ঠে পুরনো সেই মধু
ঢেলে আগের মত জানতে চাইলে "কেমন আছো ?"

তখন ভালো থাকা না থাকার মাঝের কুমারী
পর্দাটা ছিনাল নারীর মত বেফাঁস দুলে উঠে
বলল, প্রিয়তম, আবার দেখা হবে সহরমনে,
ডানা ঝাপটানো মৃত্যুর মত বেশরম কষ্টগুলোকে
ডালপালা সহ ভেসে যাওয়া শারীরিক রাতের
নিজস্ব গল্প শোনাতে শোনাতে ফিরে পাওয়া
গাঙ হরিণের ক্ষুধিত জীবন থেকে আমি ফিরিয়ে
দিলাম স্মৃতির দংশন জর্জরিত কিছু অলীক সুখ ।
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - টোকাই

    খুব সুন্দর । অনেক ভালো লাগলো । emoticons

    • - সুমন দে

      অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন ।

হাসান ইমতি

৯ বছর আগে লিখেছেন

লেখনী - একটি সৃজনশীল সাহিত্য উদ্যোগ

মানুষের পরিচয় তার মননে, বেড়ে ওঠার জন্য একটি গাছের যেমন আলো, হাওয়া ও পরিচর্যা প্রয়োজন তেমনি মানুষের ভেতর সুপ্ত মননশীলতার বিকাশের জন্যও দরকার চর্চা ও প্রচার প্রসারের । এই কথা মাথায় রেখে সৃজনশীল মননকে স্বাগতম জানিয়ে "লেখনী - Lekhony" নামে শুরু হল একটি অনলাইন ভিত্তিক সাহিত্য উদ্যোগ ।. এই উদ্যোগের সুচনা ফেসবুক থেকে হলেও তা এখন সম্প্রসারিত হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে । সাহিত্যের চর্চা, প্রচার, প্রসার ও সব ধরনের সৃষ্টিশীল আলাপচারিতার খেত্র হিসেবে প্রথমে ফেসবুকে "লেখনী - Lekhony" নামে একটি সাহিত্য গ্রুপ খোলা হয়েছে । গ্রুপের বিস্তারিত ঠিকানা নীচে দেয়া হল ।
 
লেখনী - একটি সৃজনশীল সাহিত্য উদ্যোগ
ওয়েবসাইটঃ www.lekhony.tk
ই-মেইলঃ lekhonyonline@gmail.com
ফেসবুক পেজঃ www.facebook.com/lekhony
ফেসবুক গ্রুপঃ www.facebook.com/groups/lekhony
ধন্যবাদান্তে
হাসান ইমতি
continue reading
Likes Comments
০ Shares

হাসান ইমতি

৯ বছর আগে লিখেছেন

সুখের রহস্য

সুখ আসলে কি? একটি মানুষের জীবনে কোন কোন বিষয় গুলো থাকলে তাকে সুখী বলা যায় বা সুখী মানুষে পরিণত হবার কি কোনও গোপন ফর্মুলা আছে? আছে! এবং সেই গোপন রহস্যটা লুকিয়ে আছে আপনার মানসিকতা ও জীবন যাপনের উপর ।আমরা সকলেই চাই সুখী হতে । সুখ কোনও বস্তু তো নয় যে বাজার থেকে কিনে আনলেন আর হয়ে গেলো। সুখ একটা অনুভব, যা নিজের মাঝেই তৈরি হয়। আর এই অনুভব আপনার মাঝে তখনই তৈরি হবে, যখন আপনি নিজের অন্তরকে তৈরি রাখবেন সুখের জন্য। আর নিজেই খুঁজে নেবেন সুখের এক টুকরো আলো।
সন্তুষ্ট থাকুন নিজের প্রাপ্যেঃ আমাদের সমস্ত অ-সুখের সূত্রপাত হয় নিজের মাঝে এক রকমের অপূর্ণতা বা চারপাশের মানুষগুলোর সাথে তুলনা করতে গিয়ে। এটা নেই, সেটা নেই, এটা কেন পেলাম না, ওটা কেন হলো না, কেন আরও সুন্দর নই, কেন আরও বিত্ত নেই, কেন অমুকের আছে কিন্তু আমার নেই । ইত্যাদি হাজারো আফসোস দিয়ে পূর্ণ থাকে আমাদের অন্তর। এত পূর্ণ যে সেখানে সুখের জন্য আর জায়গাই অবশিষ্ট থাকে না। কিন্তু কখনও ভেবে দেখেছেন যে কি আপনার কাছে কি আছে? নিজের যা আছে, সেটাকেই মন দিয়ে দেখুন। আশ্চর্য হয়ে ল্য করবেন যে প্রাপ্তির লিস্টিটা নেহাত খাটো নয়। অলীক বস্তুর আশায় সময় নষ্ট না করে নিজের যা আছে সেটা নিয়েই বেঁচে থাকতে শিখুন।
বাদ দিন অহেতুক দুঃখ বিলাসঃ হ্যাঁ, দুঃখ একটা বিলাসিতাই। এবং তাও কেবল অলস মানুষদের জন্য। কারণ একজন কর্মঠ মানুষ নিজের ভাগ্য পরিবর্তনের জন্য পরিশ্রম করা নিয়েই ব্যস্ত থাকেন, দুঃখ নিয়ে বিলাস করার সময় তার অন্তত নেই। এই যে ইন্টারনেটে বসে এই লেখা পড়ছেন, আপনি বাংলাদেশের সেই ৩০ শতাংশ মানুষদের একজন... continue reading
Likes Comments
০ Shares