Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কালপুরুষ পোয়েট্রি

৯ বছর আগে লিখেছেন

সবুজ নদী এবং একটি অন্ধকার

আমি যদি তোমাকে ভালবাসতাম
তোমার পড়া বইটিকে ভালবাসতাম
তোমার দেখা আকাশ ভালবাসতাম
দুঃখ ভালবাসতাম
দুঃখ দেয়া লোকটিকে ভালবাসতাম
ভালবাসতাম যুদ্ধাহত নারী
ধর্ষিতা হওয়া শিশু
প্রেমে পড়া বালিকাটিকে;
রোদ জ্বলা মাঠ
ও সবুজ নদীটিকে।
আমি যদি তোমার অভিশাপ এবং
তোমাদের পাপ ভালবাসতাম
তোর ঘৃণা আর আপনার বিলাসী স্বপ্নকে ভালবাসতাম
অথবা আমি যদি শুধু ঈশ্বরকে ভালবাসতাম
এই পৃথিবী ধর্ষিত হতনা প্রতিদিন। continue reading
Likes Comments
০ Shares

Comments (3)

  • - আসাদ ইসলাম নয়ন

    ভালো হয়েছে ।

কালপুরুষ পোয়েট্রি

৯ বছর আগে লিখেছেন

ফিলিস্তিন

ফিলিস্তিন, তুমি কাঁদো
 
তোমার চার বছরের নিহত শিশুটির জন্য
যার মৃত্যু দিয়ে ঈদ উদযাপন করছে জাবালিয়া শহর
বস্তুত সমগ্র ফিলিস্তিন
 
জেরুজালেম রামাল্লাহ আল-আকসা মসজিদে
যারা নির্বোধ— হত্যা করছে মানুষ; তাঁদের জন্যও
কাঁদবার অধিকার আছে তোমার
ওটা মূলত করুণা
 
বোমার আঘাতে যে পিতা মরে গেলো
তার জন্য নয়
তার বুকে চাপা পড়া বালিকাটির ভবিষ্যতের জন্য কাঁদো
 
তোমার শহরের ধর্ষণযোগ্য নারী
যাদের স্তন বুট দিয়ে পিষে ফেলা হয়েছে
যাদের প্রেমিক যুদ্ধে গেছে
আর রাতের বাঙ্কারে আতংকিত কুমারী
এবং যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে নগ্ন
স্থির প্রস্তুতি নিচ্ছে মৃত্যুর!
তাদের জন্য
যাদের একমাত্র অপরাধ তারা জন্মভূমিকে ভালোবাসে
 
মানবাধিকার সংগঠনগুলো— যারা পায়ের তলায় পতাকা রেখে
স্বাধীনতার পক্ষে আন্দোলন করে;
জাতিসংঘের মৃত মানবিক আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তুমি কাঁদো
যেহেতু আন্তর্জাতিক জাতিসংঘ তোমার জন্য কাঁদবেন না
 
বোমার আঘাতে যার উড়ে গ্যাছে চোখ
আর তার জন্য যারা শোক
পালন করে; কবর খুঁড়ে প্রার্থনা করে—
যারা রক্তের সুরে গান গায়
ধ্বংসস্তূপ হতে বেড়িয়ে আসা হাতে লিখে রাখে প্যালেস্টাইনের স্বাধীনতা
শেষবারের মতো তাঁদের মুখ তুমি দেখে নাও
তুমিও লিখে রাখো “একদিন শান্তি আসবে”
 
 
ফিলিস্তিন, তুমি তাদের জন্য কাঁদো
 
মৃত্যু তুমিও কাঁদো
 
ঈশ্বর আপনিও...
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - রোদেলা

    মৃত্যুর কফিনে আঙ্গুল ছুঁয়ে প্রত্যয়; শুধু জন্মভূমি আর বাঁচার জন্য
    বার বার মৃত্যুর পথে হাটি কপালে গুলি তবু মানবতা বাঁচে।

    -------------------------------------------------

    এটাই বুঝি বেঁচে থাকা।

    • - চারু মান্নান

      ধন্যবাদ কবি

    - তাহমিদুর রহমান

    মৃত্যু যেন সর্বা সহা

    • - চারু মান্নান

      ধন্যবাদ কবি,,,,,,,ভাল থাকুন এই আষাঢ়ে

কালপুরুষ পোয়েট্রি

৯ বছর আগে লিখেছেন

গণতন্ত্র

তোমরা তাকে হত্যা করো।

তার চোখ উপরে ফেলতে ব্যবহার করো বিষাক্ত কাঁটা,
আর বিকৃত দাঁতগুলো তুলে পদতলে চূর্ণ করো,
তার রাষ্ট্রদ্রোহী জিহবা কেটে কুকুরের খাদ্যাপযোগী করে তোলো;
শাসককে সে শোষক এবং তুলনা করেছিলো অন্ধ কুকুরের সাথে!

তোমরা তাকে হত্যা করো।
জনসম্মুখে সে অপ্রিয় সত্য বলেছে,
রাতের আঁধারে বৃহন্নলা ধর্ষণে দক্ষতা না দেখিয়ে
প্রকাশ্য রাজপথে প্রিয়তম রমণীকে বলেছে "ভালোবাসি",
নির্লজ্জ হাতে চুমু খেয়ে বলেছে-
"এ শহর তোমার বাসযোগ্য করে দেব আমি!"

কী দুঃসাহস!
তোমরা তাকে হত্যা করো নিষ্ঠুরতম আঘাতে।

"হে অধিপতি, সে তো নির্দোষ"

তোমরা অশ্লীল উচ্চারণকারী এই লোকটিকেও হত্যা করো। continue reading
Likes Comments
০ Shares

কালপুরুষ পোয়েট্রি

১০ বছর আগে লিখেছেন

বাংলাদেশ আজও কাঁদে

 
রাইফেলের নলে মৃত্যু নিয়ে যে সৈনিক সাহসী অথচ
জীবনকে ব্যর্থ যাপন করেছে; তার বিচার চাইবার
তুমি কে? কে তুমি? তুমি কি সক্রেটিস?
যীশু?
সক্রেটিসের মহৎ করুণ মৃত্যু যারা অস্বীকার করে
বহু আগেই ক্রুশবিদ্ধ হয়ে আছে হৃদপিণ্ড তাদের।
মৃত্যুশোকে তাদের শুভেচ্ছা জানাবে যে সকল গোলাপ
তারা নির্বোধ;

‘ভালোবাসা আছে বলেই পৃথিবীটা এখনও ঘুরছে’
বলে চীৎকার করে যে পাগল নামের লোকটা; তাঁকে
শিরোচ্ছেদে উদ্যত হয়েছে তোমার তরোবারি!
কে তুমি?
তুমি বিবেকানন্দ পড়নি?
জীবনানন্দ!
রবীন্দ্রনাথ?

মহৎ জীবন যারা পায়নি আজ এবং আগামীকাল
সঠিক মৃত্যুই তাদের প্রার্থনা হোক।
'সঠিক মৃত্যু... কোথায়?... কে দেবে?'
কে... কে তুমি? সঠিক মৃত্যু আবিষ্কারে হিমালয় যেতে চাও!
কে সে শৌখিন যোদ্ধা?

তোমরা কি শোননি বঙ্গবন্ধু
আজও উচ্চারণ করে ‘স্বাধীনতা’ রেসকোর্স ময়দানে;
তোমরা কি দেখনি তাঁর বুকের লাল রক্তে
কী সবুজ হলো বাংলাদেশ!
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - মাসুম বাদল

    দারুণ...

     

    (বাকিটা সাক্ষাতে বলবো... )

    - সুমন আহমেদ

    ধন্যবাদ মাসুম ভাই। শুভেচ্ছা জানবেন।

    সাক্ষাত হবে আবার কোন একদিন।

    - যাদব সূত্রধর

    হ্যাঁ, একটি পতাকা লাল সবুজে শিল্প হয়ে ছিল। 

    চমৎকার লিখেছেন ।

    Load more comments...

কালপুরুষ পোয়েট্রি

১০ বছর আগে লিখেছেন

শাহবাগ থেকে বলছি

 

আমরা শাহবাগ থেকে বলছি
বাংলাদেশের হৃদয় থেকে বলছি
বহু অহঙ্কার বুকে ফসলের মাঠ হতে আমরা এসেছি
বহু রমণীর শোক ফেলে বহু রমণীর হাত ধরে আমরা এসেছি
আমরা এসে থেমেছি এই শাহবাগে
শাহবাগ-- মানে রাজপথ
রাজপথ-- মানে সমগ্র বাংলাদেশ
আমরা এসে থেমেছি যুদ্ধের শপথে
আমরা এসে মিশেছি প্রেমের শপথে
এই যুদ্ধ মানে অস্ত্র নয়
এই যুদ্ধ মানে বস্ত্র নয়
এই যুদ্ধ মানে প্রেম
প্রেম মানে স্বাধীনতা
এই যুদ্ধ মানে বাংলাদেশ
এখানে সিঁদুর কপালে এসেছে নারী
বই হাতে এসেছে বালিকা
দুঃখ হাতে ঘৃণা হাতে স্বপ্ন হাতে এসেছে যুবক
এসেছে প্রবীণ তার উত্তরাধিকারের হাত ধরে
প্রেমিকার হাত ধরে এসেছে প্রেমিক
এখানে আজ কোন দল নেই
কোন ধর্ম নেই
রিকশা জমা দিয়ে এসেছে রিকশাচালক আজিজুর
এখানে আজ কোন শ্রেণিভেদ নেই
এখানে সব মুখ আজ এক
সব ভাষা এক, সহজ ও স্পষ্ট
ফাঁসির দাবি নিয়ে আমরা এখানে এসেছি
পল্লবের আত্মা বুকে করে আমরা এখানে এসেছি
আমরা উঠে এসেছি রাতের অন্ধকারে মিরপুরের বধ্যভূমি হতে
আমরা এসে থেমেছি এই শাহবাগে
এই শাহবাগ-- মানে রাজপথ
রাজপথ-- মানে সমগ্র বাংলাদেশ
আমরা মৃত্যুদণ্ড চাই
যদি না পাই
ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ বীরাঙ্গনার ৪২ বছরের শোক
যদি মুছে দিতে না পারি
যদি আমার বোনের রক্তাক্ত শাড়ি
আজও কাঁদে অই সবুজ পতাকায়
তবে নিষিদ্ধ হোক এই বাংলায়
আমাদের বেঁচে থাকার অধিকার
এই রাজপথ আজ আমাদের রক্তে লোহিত হোক
আমরা রাজনীতি বুঝিনা
ঈশ্বরনীতি বুঝিনা
আমরা বুঝি ধর্ষিতা প্রেমিকার না বলা কথার মানে
আমরা বুঝি পুত্র হারা জননীর নির্বাক চেয়ে থাকা পথ
আজও কার প্রতীক্ষায় শোকার্ত।
যে পূর্বপুরুষের পবিত্র রক্তে বাংলার মাটি একদিন
রক্তিম হয়েছিল, বধ্যভূমি হতে অক্সিজেন হয়ে যারা
আজও আমাদের দেহে প্রবেশ করে
অথচ
যাদের কবরে আজও কোনও এপিটাফ আমরা লিখতে পারিনি
না লেখা সেই এপিটাফ বুকে আজ আমরা... continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - ঘাস ফুল

    ভালো একটা পদ্ধতি মনে হল। পুকুর ছাড়াও মাছ চাষ করা যাবে এই পদ্ধতিতে। গরীব মৎস্য চাষিদের উপকার হবে এতে। ধন্যবাদ আকাশ ব্যাপারটা আমাদের সাথে শেয়ার করার জন্য। 

Load more writings...