Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Travel Image

পর্বত বাগান




শুরুর কথাঃ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এ দেশ। এদেশের কোথাও কোথাও অবহেলিত,অযত্নভাবে পড়ে আছে সৌন্দর্য। সৌন্দর্য পিপাসু মানুষ একটু সৌন্দর্যের জন্য ছুটে যাচ্ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। যেখানে প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি যেখানে মানুষ ছুটে গেছে সৌন্দর্য পিপাসু মানুষ সৌন্দর্য যেমন চয়ন করেছে তেমনি লালন করেছে প্রানের আবেগ দিয়ে। এমনি এক প্রাকৃতিক প্রেমী,সৌন্দর্যপিপাসু রাস বিহারী পর্বত মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের বড়বাড্ডা গ্রামের অধিবাসী ছিলেন । ময়মনসিংহ জমিদার সেরেস্তার নায়েবের চাকরি শেষে আপন শখেই গড়ে তুলেছিলেন বাগান।


তৈরি হয়েছিল যেভাবেঃ
১৯৩০সালে রাসবিহারী পর্বতদেশ-বিদেশি প্রায় ৫০০ জাতের ফল ও ফুলের চারা সংগ্রহ করে প্রায় ২০একর জমির ওপর গড়ে তোলেন এ বাগান। সেই থেকে তার নামানুসারে এ বাগান টি পর্বত বাগান নামে পরিচিত পায়। বাগানের পাশ দিয়ে বয়ে যাওয়া খরস্রোত কুমারনদ বাগানের আকর্ষনীয় অনুষঙ্গ হিসেবে বাড়তি সৌন্দর্য এনে দেয়। নানা আকৃতির সুন্দর শৈল্পিক পথ বাগান প্রতিষ্ঠালগ্নে হাজার হাজার নারিকেল ও সুপারি গাছ বাগানটি ঘিরে রেখেছে। ছিল আম, জাম, কাঁঠাল, কামরাংগা, আমড়া, কুল, সফেদা, জলপাই, আমলকী, কমলা জামরুল, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ সহ দেশ বিদেশী বিভিন্ন ফল ও ভেষজ গাছ। বাগাটি নয়নাবিরাম করার জন্য গোলাপ, গন্ধরাজ, টগর, কামিনী, হাসনাহেনা, বকুল, জু্‌ঁই, বেলি, জবা সহ দেশ বিদেশী সংখ্য ফুলের গাছ।


পবর্ত বাগানের সৌন্দর্য ও রূপঃ
প্রায় ১২ রকমের গোলাপ গাছ ছিল পবর্ত বাগানে। বিচিত্র পাখির কল-কাকলিতে বাগানটি ছিল মুখরিত। প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট বহু দেশি-বিদেশি পর্যটকও পিকনিক পার্টির আগমন ঘটতো এ বাগানের শোভা দর্শনের প্রত্যাশায়। শীতকালে বাগান সংলগ্ন পুকুরের আগমন ঘটতো বিচিত্র পাখির। ফলে খুব সহজেই আকৃষ্ট হতো পর্যটক। বাগানের মধ্যে ৬টি শান বাধানো পুকুরও রাজবিহারি পবর্তেও বাসভবনটি সবচেয়ে আকর্ষনিয়। এগুলো এখন পরিনত হয়েছে ধ্বংসস্তুপে। ঠুয় এক সময় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মধ্যে আর কোথাও চিত্য-বিনোদনের এবং পর্যটকদের আকৃষ্ট করার মতো এমন নয়নাভিরাম পরিবেশ দ্বিতীয়টি ছিলনা। জানা যায় তৎকালীন মাদারীপুর মহকুমা শহরে যেসব উচ্চপদস্থ কর্মকতার আগমন ঘটেছিল তাদের প্রত্যেকেই এসেছিলেন এ বাগানে। গাছপালা ও নানা প্রজাতীর পাখির পাশা-পাশি এ বাগানে ছিল বিভিন্ন ধরনের জীবজন্তু । হনুমান, বানরের ছিল অবাধ বিচরন। নির্বিঘ্নে তারা ঘুরে বেড়াতো বাগানের এ ডাল থেকে ওডালে।


যেভাবে সৌন্দর্য হারালোঃ
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্থানীয় কিছু রাজকার ও পাকসেনাদের দ্বারা নিমর্মভাবে রাজবিহারি পবর্ত নিহত হন । রাজকার ফকু মাতুব্বর দ্বারা দখল হয়ে যায় তার বাগান বাড়ি। এ মর্মান্তিক ঘটনার পর থেকেই বাগানটি তার ঐতিহ্য হারাতে বসে। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা উজার করে দেয় বাগানের গাছপালা। বাগানের মধ্যে এখনো রাসবিহারি পবর্তের ১৪কক্ষ বিশিষ্ট দোতালা বাস ভবন, একটি মন্দির এবং বাবা রাজকুমার পবর্ত ও মা বিধুমুখি পবর্তের দুইটি সমাধি সৌধ ঐতিহ্যের ধরক হয়ে আছে।


কেমন আছে পবর্ত বাগানের উওরসুচিরাঃ
রাসবিহারি পবর্তের স্ত্রী শোভরানী পবর্ত পক্ষাঘাতগ্রস্ত হয়ে দির্ঘদিন অসুস্থ ছিলেন। ২ ছেলের মধ্যে বড়ছেলে রাজেন্দ্র বিহারি পবর্ত এখন বাগানের দেখাশোনা করেন এবং ছোট ছেলে রনজিৎ বিহারি পবর্ত স্কুলে শিক্ষকতা করেন। সরেজমিন গিয়ে আলাপ হয় রাসবিহারি পবর্তের বড়ছেলের স্ত্রী মালতী রানী পবর্তে সঙ্গে। তিনি বাড়ির গাছ-পালা ও পুকুর লিজ দিয়ে যা আয় হয় তা দিয়ে কোন রকম সংসার চলে নানা ধরনের অত্যাচারের কথা বলে জানালেন, এখনো অনেকেরই সম্পওির উপর লোভ আছে। আমরা খুব ভয়ে থাকি।


বর্তমান অবস্থাঃ
বাগান ঘুরে দেখা যায় বেশ কয়েকটি বসত বাড়ি। এদেও কেউ কেউ ক্রয় সূত্রে আবার কেউ দখল সূত্রে বাড়ি তৈরি করেছেন। আগের মতো বাগানটির শোভা না থাকালেও কাছাকাছি জমিদার সুরেশ চন্দ্র পোদ্দারের বাড়ি মিলিয়ে এলাকাটি আর্কষনীয়। এব্যাপারে অধ্যাপক ডঃ অরুণ কুমার গোস্বামী বলেন, এ বাগানে অনেক দুর্লভ প্রজাতির গাছ আছে , যা রক্ষা করা প্রয়োজন। সরকার ইচ্ছে করলেই দক্ষিন বাংলার ঐতিহ্য এ বাগান টি হতে পারে বিনোদন কেন্দ্র। মৌসুমে বেশ কয়েকটি পিকনিক পার্টি দেখা গেলেও পর্যটকদের তেমন দেখা বেশী একটা দেখা যায় না। বাগানটি রক্ষা হলে আবার হয়তো পরিবেশ প্রেমী সৌন্দর্যপিপাসু পযৃটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে ঐতিহ্যবাহী পর্বত বাগান।


শেষ কথাঃ
বর্তমানে মাদারীপুরে এত বড় একটি মনোরম বাগান তৈরি করা সম্ভব হবে কি না তা সবার অজানা। তাই দক্ষিন বাংলার পর্যটনকেন্দ্র হিসেবে বাগানটি তৈরি করা সম্ভব। মনোমুগ্ধকর নির্মান শৈলি দিয়ে তৈরি কুমার নদী ঘেরা পর্বত বাগানের নৌ এবং জলপথ প্রবেশের সুবিধা রয়েছে। সরকারের উচিত অচিরেই বাগানটি দক্ষিনবাংলার পর্যটক কেন্দ্র, বিনোদনকেন্দ্র ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য রক্ষা করা। এছাড়া মাদরীপুর বাসীর দাবী, শুধু সরকারের নয় বাগান রক্ষার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ সহ সবার এগিয়ে আসা উচিত ।