Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সুমন দাশ

১০ বছর আগে লিখেছেন

প্রতিদিন যোগ্য হয়ে উঠি মৃত্যুর

আমি বহুবার মারা যাচ্ছিলাম পৃথিবীতে এসে । 
একবার আমি সমুদ্রে ডুবে যাচ্ছিলাম
সমুদ্রে আর কত জল !
কত আর গভীরে গেছে তল, তুমি বীণে !!
আমাকে একবার একটা উজবুক ট্রাক রিক্সা ছাপা দিয়ে ফিরে গেছিল 
আহত আমি তোমাকে দেখছিলাম সেখানেও 
প্রজাপতির মত উড়তে
আরও একটি কবিতার মুখোমুখি দাড়িয়ে সেদিন ।
একবার ঘাতকের বুলেট এসে বিঁধেছিল আমার বুকের ঠিক বাম পাশে 
তুমি ছিলে না পাশে 
আমার মৃত্যুতে রুচি জাগেনি সেদিনও ।

আরও কতবার প্রাত্যাহিক সংঘাতে আমি রোজ
ধ্বংস হয়ে গেছি
টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছিলাম ধুলোয়
মাঠে
বনে 
ঘাসে
আমি নিজেকে কুড়িয়ে প্রতিদিন জোড়া লাগিয়ে ফেলেছিলাম বরাবর
কেননা আমি চেয়েছি, 
প্রতিদিন চেয়েছি
তোমার হাতে আমার মৃত্যু হোক ! 
আমি প্রতিদিন নিজেকে যোগ্য করে তুলেছি মৃত্যুর ।
আমি মরতে মরতে দেখছি তোমাকে
এই দৃশ্য
এই মৃত্যু
দুটোই স্বর্গের চেয়ে বেশি মধুরতর
অথচ, লোকে ভাবে স্বর্গ কতদূর !
১৬ মার্চ ২০১৪
০২ চৈত্র ১৪২০

Likes Comments
০ Share

Comments (4)

  • - মাসুম বাদল

    অশেষ ধন্যবাদ পরিবর্তিত ও বর্ধিত সময়ের জন্য।

    আশাকরি, প্রতিযোগিতা আরো জমে উঠবে...

    - গোলাম মোস্তফা

    অনেক শুভ কামনা রইলো। 

    - জাকিয়া জেসমিন যূথী

    সময় সীমা শেষ হয়ে যাওয়ায় লেখার প্রেশারটা বন্ধ হয়ে গিয়েছিলো। এখন সময় সীমা বাড়িয়ে ফেললেন তো ফ্যাসাদে! এখন আবার লেখার প্রেশারে চেপে বসলো যে!! নতুন করে কি লিখবো এখন?? 

    Load more comments...