Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সুমন দাশ

১০ বছর আগে লিখেছেন

পৃথিবীটা সুন্দর ঘুমের ভেতর

আমার বেঁচে থাকতে ভাল লাগে ঘুমিয়ে
আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঘুম !
ঈশ্বরেরও ঘুম ভাল লাগে 
আমি মনুষ্যত্বের সকল দিকপাল হারিয়েও থাকতে চাই তার প্রিয়তায় ।
প্রতিবার প্রেমে পড়লে মানুষ প্রতিবারই পবিত্র ভাবে সেই প্রেমকে 
এমন ভাল সে আর কখন বাসে নাই !!! 
আমি প্রতিবারই ঘুমের প্রেমে পড়ি কেবল
প্রতিদিন আত্মাহুতি দিই অমরত্বের লোভে
কারণ আমি দেখেছি, প্রেমিক প্রেমিকেরা সব বাঁধা ডিঙিয়ে একদিন
সংসার পাতে 
আর কিছুদিন পর একদিন তেল-নুন জায়গা পেয়ে বসে তাদের বিবাদে
লাইলি-মজনুর প্রেম আদতে বিরহতেই বাঁচে !!!
আমি তাই নামতা পড়ি কেবল ঘুমের
‘ঘুম একে ঘুম
ঘুম দু গুণে ঘুম’ ।।
পাহাড়ের পা ধোয়া জল একদিন সমুদ্রে পৌঁছে বিদ্রোহী হয়ে উঠে
উজবুক মানুষের মত লাগামহীন হয়ে উঠে একদিন স্রোত 
একদিন আগুন হয়ে উঠে অধীনস্ত মানুষ
প্রেমিকার কাছেও
অথচ মানুষ একদিন অমরত্ব পেতে চেয়েছিল ! 
স্বর্গে যেমন মানুষ হাঁফিয়ে উঠে
নরকেও লাগামহীন ।।
আমি তাই শীতের মধ্যান্হ রাতে নেশাগ্রস্তের মত জল খেয়ে ঘুমিয়ে পড়ি 
ঘুমের ভেতর পৃথিবীটা বেশি উপলব্ধিকর ।। 
২৮ জানুয়ারি ২০১৪
১৫ মাঘ ১৪২০

Likes ১০ Comments
০ Share

Comments (10)

  • - আলমগীর সরকার লিটন

    বা সুন্দর লাগল

    ভোট দানে আমন্ত্রিত

    • - দেওয়ান কামরুল হাসান রথি

      লিটন ভাই আপনাকেও ধন্যবাদ । ভোট অবশ্যই দিবো চিন্তার কোনো কারন নেই ।

    - মোঃসরোয়ার জাহান

    সবাই এক রকম।
    লজ্জাহীন,
    অর্থহীন,
    আস্থাহীন
    অসুস্থতা,
    মৌনতা,
    বিষণ্ণতা,
    অপরাধপ্রবনতা

    ''''''''''''অসাধারণ

    • - দেওয়ান কামরুল হাসান রথি

      ধন্যবাদ জাহান ভাই ।