Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
মনির হোসেন মমি(মা মাটি দেশ)

মনির হোসেন মমি(মা মাটি দেশ)

৯ বছর আগে লিখেছেন

“চাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি(ফরমালিন)

“চাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি(ফরমালিন)

রাত দুটো হঠাৎ ঘুমিয়ে যাওয়া শিশুটি চিৎকার দিয়ে উঠলমা বাবা ভয়ে আতৎকে উঠেনকি হলো যক্ষের ধনের?কেনো এমন করছে বাবা আমার?নাহ্ কিছুতেই থামছে না চিৎকার আর শরীরটাকে পাশ ওপাশ মুচরানোএত রাতে ডাক্তার কোথায় পাবো?শিশুটি মাঝে মাঝে খিচুনি দিয়ে নির্বাক হয়ে আবার হঠাৎ চিৎকারএভাবে চলতে থাকে প্রায় ঘন্টা খানেক এরপর বাবা একটি সি এন জি এনে সোজা চলে যান হাসপাতালেহাসপাতালে শিশুটির চিকিৎসা শেষে ডাক্তার সাহেব কর্তাকে জিজ্ঞাসা করেন রাতে শোবার পূর্বে শিশুটি কি খেয়েছিল?সরলতায় সত্য কথাটিই বলেন মা বাবাশোবার আগে আম খেয়েছিলসেই আমটিতে মনে হয়  ফরমালিনের বিষাক্ত ক্যামিক্যাল ছিল যার জন্য শিশুটির দুধের পেটে হজমের কষ্ট হয় তার প্রতিক্রিয়াই বাচ্চার অবস্হা আর একটু সময় নিলে হয়তো শিশুটিকে হারাতে হত………………………………………………………………………………

প্রশ্ন এখন আপনার বাচ্চাদের কি খাদ্য খাওয়াবেন?কে দিবে আপনাকে খাদ্য সলিটের গ্যারান্টি?তাহলে উপায়?এমন হাজারো প্রশ্ন আজ বাংলাদেশের প্রতিটি পিতা-মাতার।প্রশ্ন শুধু প্রশ্নই থেকে যাচ্ছে এর সমাধানে না আছে সরকারের ভূমিকা না আছে আমদানীকারক প্রতিষ্টানগুলোর মালিকদের যুগান্তকান্তকারী কোন পদক্ষেপ।তারা হয়তো ভাবছেন মানুষ মরবে কি বাচবে সেটা তাদের কোন মাথা ব্যাথা নেই কিন্তু তাদের ভবিষৎ সন্তান নায়- নাতনীরা যে ফরমালিনের ক্ষতির মূখে পড়বে না, ফরমালিন যুক্ত খাদ্য ভক্ষন করবে না তার কি নিশ্চয়তা আছে?

আমাদের বাংলাদেশের স্হপতি জাতির পিতার কন্যা যাদের ক্ষমতায় বসানোর ক্ষেত্রে অঙ্গীকার ছিল জীবনের নিরাপত্তার নিশ্চিত করবে,দেশ থেকে দূর্নিতি আর সকল অনিয় দূর করবে,জাতির পিতার কন্যা মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আমাদের চাওয়া থেকে পাওয়ার আশাটা একটু বেশী করতেই পারি কিন্তু আমরা কি পেয়েছিল আশানুরূপ কোন সমাধান,ক্ষমতার ছয় সাত বছরে পেয়েছি কি ভেজাল খাদ্যের বিশেষ কোন সমাধান?পাইনি বরং উল্টো এটাকে রাজনিতীতে ঢুকিয়ে একে সরবরাহ আমদানীতে সহজ করে দিয়েছে।  বি এন পি কে ফরমালিন দিয়ে বাচিয়ে রাখা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এমন বক্তব্য আমরা কখনও আসা করিনি।জানা মতে ফরমালিন বিষয়ে আইন ২০১৩ খড়সা পাশ হয়েছে এখন দেখার বিষয় এর কার্যকারিতায় কত টুকু সদচ্ছি আছে। আমি ক্ষমতায় এলে সাত দিনে ফরমালিন বন্ধ হবে এরশাদ আর এক রাষ্ট্র নায়ক সে ক্ষমতায় আসতে পারলে তবে !!!এর পূর্বে সব মরে সাফা হয়ে যাক তাতে তার কিছুই আসে যায় না।এই যদি হয় রাজনিতীবিদদের মতামত তাহলে আমাদের মত দূর্ভাগা জাতি আর কে হতে পারেন।গত চার বছরে প্রায় ১১শ টন ফরমালিন আমদানী হয়েছে গুলো ব্যাবহার হলো কোথায়?সম্ভবত ৩৮টি প্রতিষ্টান ফরমালিন আমদানী করে কিন্তু কেনো এত গুলো প্রতিষ্টান ফরমালিন আমদানীর এবং এর যথাযথ ব্যাবহারের খোজঁ কেউ কি রাখেন?

এখন দেখা যাক ফরমালিন আসলেই কি এবং মানব জীবনে এর ক্ষতিগুলো এর প্রভাব থেকে উপায়গুলো সম্ভাব্য কি কি সংক্ষেপে আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরার চেষ্টা করছি

ফরমালিন কি?

এটি একটি দাহ্য পদার্থ,তীব্র ঝাঝালো গন্ধ যুক্ত রাসায়নিক পদার্থ যা মিথান্যাল গ্যাসের ৪০% জলীয় দ্রবনই ফরমালিন।প্রায় ৫০০০ সেঃ তাপমাত্রায় উত্তপ্ত কপার প্রভাবকের উপর দিয়ে মিথানলের বাষ্প বায়ুর মিশ্রনকে চালনা করলে মিথানল আংশিক জারিত হয়ে মিথান্যাল পানি বাষ্প উৎপন্ন হয়।ঐ মিথানল গ্যাসকে পানিতে চালনা করলে যা ৩০-৪০% জলীয় দ্রবণ উৎপন্ন হয় তাই ফরমালিন H-CHO

ব্যাবহার, ক্ষতি এবং বাচার উপায়

বিশ্বে বছরে মোট ১৬ বিলিয়ন পাউন্ড উৎপাদনের . বিলিয়ন পাউন্ড ফরমালিন উৎপাদন করা হয় যুক্তরাষ্ট্রে।এর ৬০ শতাংশ কাঠ বা ফার্নিচার এবং কনষ্ট্রাকশনস কাজে কঠিন শক্ত করার কাজে ৩০ শতাংশ রাসায়নিক পদার্থ তৈরীতে, শতাংশ ফরমালডিহাইড থার্মোপ্লাষ্টিক রেজিন উৎপাদনে ০২ শতাংশ পোষাক শিল্পে বা আবরণ যেমন পোষাক সাদা কারক,ফিনিসার,চামড়ার ভাজঁ রেখা দূর করা এবং ১শতাংশ ব্যাবহার হয় বিভিন্ন প্রসাধনি উৎপাদনে।এছাড়া মৃত দেহ সংরক্ষনের জন্য সবচেয়ে গ্রহন যোগ্য উপাদান যা ১৮৯৯ সাল হতে শুরু করে।মাছের প্রোটোজোয়া এবং ছত্রাক জনিত রোগে ব্যাবহার করা হয়।এছাড়াও ল্যাবরেটরীতে প্রিজারভেটিভ হিসাবে ফরমালিন ব্যাবহৃত হয়

ফরমালিন শিল্পের শ্রমিকদের উপর পরিচালিত কিছু গভেষনায় দেখা গেছে যে কাজ করার ফলে তাদের নাকের ক্যান্সার,ন্যাসোফেরিঞ্জিয়াল ক্যান্সার এবং লিউকেমিয়া হওয়ার প্রবনতা সবচেয়ে বেশী।এছাড়াও ফুসফ

Likes Comments
০ Share

Comments (2)

  • - আলমগীর সরকার লিটন

    emoticons

    • - কল্পদেহী সুমন

      emoticons