Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

দীপঙ্কর বেরা

৭ বছর আগে লিখেছেন

বাঁচার সূত্র

 

যতটুকু পারা যায় রোদে শুকিয়ে নিলে

চকচকে ত্বকে মানুষ ফুটে উঠবে,

গোলাপ হাতে কাঁটার আঁচড়

চিনতে পারা ব্যথায়

মেরুদণ্ড সোজা হবে ,

পথ চলতে পায়ে ফোসকা

হাত বাড়িয়ে বেইমান খপ্পরে

তাপ উত্তাপ পরস্পরের জীবন অপলাপ ;

ঝড়ের মুখে দাঁড়ালেই

নতুন মানবিক স্বাদে ভরে উঠবে

বুক সমুদ্রের লোনা

উথাল পাথালেই জীবনের তরী

তরতরিয়ে এগিয়ে যাবে ।

বাঁচার প্রাকৃতিক আমাকে রোজ বাঁচায় ।       

-০-০-০-

Likes Comments
০ Share

Comments (0)

  • - মৌনতা

    অপেক্ষার কি দরকার আছে আর? মৌনতা এসে গেল দাদা!!! 

    • - প্রলয় সাহা

      আমি তো আপনাকে চিনলাম না। 

    • Load more relies...
    - আলমগীর সরকার লিটন

    সুন্দর লাগল দাদা

     

    - দীপঙ্কর বেরা

    খুব ভাল লেগেছে। 

    • - মৌনতা

      লেখার মান সুন্দর। একাধিক ভোট দেয়ার সুযোগ নেই। থাকলে অবশ্যই অধিক ভোট দিতাম অধিক সুন্দর লেখার জন্য।