Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কাফাশ মুনহামাননা

৬ বছর আগে লিখেছেন

স্রষ্টার সেরা উপহার

অনেক দিন পর প্রিয় মানুষটির সাথে 
সরাসরি চোখাচোখি হলো
একেবারেই অনভিপ্রেত ছিলো
ক্ষণিকের জন্যে তাই বিশ্বাস হচ্ছিলো না।

সটানভাবে দাড়িয়ে ছিলো সে জানলা ধরে
পরনে তার হলুদ শাড়ি 
শাদা বল ছাপের লাল ব্লাউজ
গলায় রুপোর নেকলেস আর কানে দুল
হালকা সাজুগুজুতে 
গোলাপের কোমলতা যেনো
লেপ্টে ছিলো তার সারা অঙ্গে
জোসনার ডালি হয়ে
যদিও সদ্য কৈশোর পার করেছে সে,
তবুও যেনো লাগছিলো পূর্ণ নারীর প্রতিচ্ছবি।

অনেক ক্ষণ নিষ্পলক তাকিয়ে ছিলো সে 
মাসকারার পরশে তার
চোখের পাঁপড়িগুলো হয়ে উঠেছিলো
রঙধনুর ছোঁয়া লাগা ময়ূরের পেখম
ঠোঁটে ধরে রেখেছিলো কষ্ট ভোলানো 
সেই শান্ত হাসির ধারা
দু'গালের টোলগুলো তো উপমাহীন
বাতাসের হেয়ালিপনায় একগুচ্ছ কেশদাম
তার কপালের উপর ভীড় করতেই
সম্বিত ফিরে পেলাম আমি।

কি বলবো না বলবো ভাবতে ভাবতে
অবশেষে একরাশ আনন্দ নিয়ে
হাটা ধরলাম তেপান্তরের পথে,
নারীর সৌন্দর্যের ভেতর পাওয়া সুখ
প্রেমিক হৃদয়ের জন্যে
স্রষ্টার দেয়া সবচেয়ে সেরা উপহার।।
Likes Comments
০ Share