Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কাফাশ মুনহামাননা

৬ বছর আগে লিখেছেন

পথের কাঁটা হবো না

নিশ্চিন্তে থাকো প্রিয়তমা
তোমার পথের কাঁটা হবো না কখনোই
কষ্টের পাথর চেপে রাখার রোগ আমার জন্মগত
আমার ভালবাসা এতোটা সঙ্কীর্ণমনা,
অসহিষ্ণু আর কদাকার নয় যে, তোমার
সুখের সংসার দেখে হিংসের
বহ্নিশিখায় জ্বলে পুড়ে মরবে
জীবনকে নিজের মতো সাজানোর অধিকার
পরমেশ্বরই তোমাকে প্রদান করেছেন অন্তর দিয়ে,
আমি তো কেবল সঙ্গ দিতে চেয়েছি তোমায়
মানুষ তো কত কিছুই চায়
তুমি তো আর ঈশ্বর নও যে, সবার
চাওয়াগুলো পূরণ করে দেবে।

বিশ্বাস করো একটুও ব্যথা নেই মনের ভেতর
মন থাকলে তো ব্যথা অনুভব হবে
হৃদয় নেই বলেই হয়তো তোমাকে হারিয়েছি
পৃথিবীতে প্রেরিত হয়েছি দর্শক রূপে
কী আর করার-
এই নাটকের বিশ্বমঞ্চে সবাই অভিনয় করলে
দর্শক সারিতে থাকবে কারা?
Likes Comments
০ Share

Comments (0)

  • - প্রলয় সাহা

    মারাত্মক লেখা দাদাভাই emoticons

    - মাসুম বাদল

     


    - প্রলয় সাহা

    বাহ্‌ দারুণ বলেছেন উনি। 

    Load more comments...