Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

“পেট না যেন আট মাসের পোয়াতি”

 

এই তর পেটে কি? (উৎসুক জিজ্ঞাসা)

ফেবু আর ব্লগ! (মিচকা হাসি)

মানে কি? (অবাক হওয়ার পালা)

বুঝবা না! (আবারো মিচকা হাসি)

ক্যান? বুঝবো না ক্যান? (রাগত স্বর)

এইসব ডিজিটাল ব্যাপার স্যাপার! (চোখে মুখে ভাব!)

পেটের লগে এর কি সম্পর্ক?  (বিরক্তি সহ হালকা ঊষ্মা হালকা হাসি)

আরে আছে। আছে। তোমার বুইঝা কাজ নাই। (স্পষ্ট ফাজলেমী)

হ। সবই বুঝি। কোনে পেট ফাঁসাইছোস সেইটা ক! (রাগে থর থর কাঁপুনি)

আরে এইসব কি বলো? প্রেমই করলাম না একটাও! (কাঁদো কাঁদো ভাব)

তাইলে ইসমাট মাইয়া, এত বড় প্যাট বানাইছোস ক্যান? পোয়াতি বেডিগো লাহান! (সন্দেহমাখা বিরক্তি)

আরে ঐটা হইয়া গ্যাছে! (সন্দেহ ছাড়ানোর চেষ্টা)

ইকছারসাইজ করন যায় না? (স্পষ্ট ব্যাঙ্গ সহ উপদেশ)

যায়! যাইবো না ক্যান? (বিজ্ঞের মতো ভঙ্গি)

তাইলে করোস না ক্যান? খালি বইয়া বইয়া পিয়ানু বাজাইলেই অইবো?(আবারো বিরক্তি)

এজন্যেই তো বোল্লাম- তুমি ডিজিটাল বুঝো না! (স্পষ্ট ব্যাঙ্গসহ ঊষ্মা)

হ, বুঝুম না ক্যারে! সবই বুঝি! খালি চালাই না। তগো মতন ঐরাম সারাদিন খালি এক কুনায় বইয়া থাইক্কা পিয়ানু বাজাইলে শইল ফিট থাকেনা। ইছমাট মাইয়াগো সবি করন লাগে। রান্ধন বাড়ন ধুয়াধুয়ি সময় মতন ইক্সারছাইজ সবি। তাইলে সবি ঠিক থাকে! কি এক যুগ আইছে সকাল সন্ধ্যা সারাদিন কুলের উপরে লইয়া টিবি চালায়! হাঁটে বসে খায় দায় সবখানে টিপাটিপি! অসথির অবস্থা! (চরম বিরক্তি!)

অনেক দিন পরে কয়েকদিনের জন্য থাকতে আসা খালার সাথে তর্কে ইস্তফা দিয়ে পিয়ালী ঘাড়ের সাথে মুঠোফোনটা গেঁথে মাথা কাত করে ল্যাপটপটাকে বাদুর ঝোলা করে কোলে নিয়ে পাশের ঘরে সরে পরলো। না হয় শুয়ে বসে থেকে পেটটা একটু বড় হয়েই গেছে তাই বলে এভাবে বলে কেউ! এই মহিলারে কিছু বুঝানো তো যাবেই না মাঝখান দিয়ে ম্যালা টাইম লস! আপদ তাড়াতাড়ি বিদায় হলেই ভালো। উফ! (চরম বিরক্তি!)

 

।।সমাপ্ত।। 

১ Likes ৭১ Comments ০ Share ১১৯০ Views

Comments (71)

  • - শহীদুল ইসলাম প্রামানিক

    ঘরজামাই নিয়ে ভালই লিখেছেন। ধন্যবাদ

    - ঘাস ফুল

    ঘর জামাইয়ের দাবীগুলো পূরণ হলে আমাকে একটু আওয়াজ দিয়েন, বউ বাচ্চা নিয়ে চিরতরে শ্বশুর বাড়িতে গিয়ে উঠবো। বেশ মজা পেলাম আপনার ঘরজামাইয়ের রসরচনা পড়ে। হা হা হা। ধন্যবাদ শেমভীল।