Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

“পাতায় শিশিরের শব্দ”

যখন ডুবে যাবে সূর্য-
পৌষের ক্লান্তিহীন কোন দিনের শেষভাগে,
গ্রামের মেঠোপথে আবার হবে দেখা
ফেলে আসা স্মৃতি যদি তোমার হৃদয়ে জাগে।
মাঠের সোনালী ধানে অথবা ঘাসের সবুজে
গোধূলীর আলো মিশে হবে একাকার,
আমরাও মিলেমিশে এক হব পাশাপাশি-
চাওয়া-পাওয়া মিটে গেলে এ জীবনে হয়তো আবার।
যখন নামবে নিঝুম কোন সন্ধ্যা-
জোনাকীর আলো জ্বালা পুকুরের পাড়ে,
ক্লান্ত ডানায় ঠোটে নিয়ে টুকরো শস্যদানা
ফিরে যাবে একঝাঁক পাখি- পাখিদের নীড়ে।
কুয়াশায় ঢেকে গেলে চারিদিক, সব চরাচর-
চাদরের ঘোমটায় ঢুকবে যখন তুমি ঘরে,
বেড়ালের পায়ে পায়ে চুপিচুপি এসে জানালায়
দাঁড়াব তখন আমি- সন্ধ্যাটা মেলাবার পরে।
রাত্রি গভীর হবে শেয়ালেরা ঘুমোবার পর
জীবনের কোলাহল চারিদিকে হবে সব স্তব্ধ,
তুমি-আমি খুব কাছে- হাতে হাত, চোখে চোখ
নীরবতা ভেঙ্গে দেবে পাতায় শিশিরের শব্দ।                                 

                  - কৃষ্ণেন্দু দাস, (১২ ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ)

০ Likes ০ Comments ০ Share ২৫৯ Views

Comments (0)

  • - এই মেঘ এই রোদ্দুর

    ভোট দিলাম