Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বাংলা নিউজ

১০ বছর আগে

৭৭% লোক আগামী নির্বাচনের বিপক্ষে

আগামী ৫ই জানুয়ারির নির্বাচন কেমন হবে? জরিপ চালিয়ে যেটা পাওয়া গিয়েছে তা হল বাংলাদেশীদের প্রায় তিন চতুর্থাংশ মানুষ এই নির্বাচনের বিপক্ষে। এই নির্বাচন প্রধান বিরোধী দলও বয়কট করেছে। 

ঢাকা ট্রিবিউন জরিপ করে দেখেছে যে মোট ৭৭ শতাংশ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অংশগ্রহণ ছাড়াই রবিবার এর ভোট " অগ্রহণযোগ্য " হবে এবং শুধুমাত্র ৪১ শতাংশ ভোট দিতে রাজি আছে।

একই জরিপে তারা দেখেয়েছি যে জরিপে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে ৩৭ শতাংশ লোক বিএনপি ভোট দিত যদি তাদের সুযোগ থাকত যা আওয়ামী লীগের সামান্য এগিয়ে।

বৃহস্পতিবার একটি টেলিভিশনে সম্প্রচারিত ভাষনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন স্থগিত হওয়ার আশংকা নাকচ করে দেন। বরং তিনি অভিযোগ করেছেন যে খালেদা জিয়া অবরোধের মাধ্যমে দেশের জনগণকে জিম্মি করে রেখেছেন।

বিএনপি সহ প্রায় ২০ টি দল যে তত্ত্বাবধায়ক সরকারের আশা করে আসছে সে সম্ভবনা নাকচ করে দিয়েছেন শেখ হাসিনা।

স্বাধীনতার পর এই রাজনৈতিক অস্তিরতাই সবচেয়ে বেশি স্থায়ী হল যা এখন ১২ মাস ছাড়িয়ে যাচ্ছে।

গত অক্টোবর হতে প্রায় ১৪০ জন মানুষ নির্বাচন সহিংসতায় নিহত হয়েছেন। 

আর এদিকে প্রধান দুই দল সমঝোতায় না যেতে পারায় মহাশক্তিধর আমেরিকা নাখোশ।

০ Likes ৩ Comments ০ Share ৫০০ Views

Comments (3)

  • - গোলাম মোস্তফা

    সালাম কামাল ভাই

    ভালা আছুন

       তেজগাঁও থেকে বনাণী জেতে তিন দিন লাগল ? বুজাই জাছে আপনি কলা খাইয়া হাতছেন 

    • - কামাল উদ্দিন

       কলা না খাইলে কলকব্জা চলবে কিভাবে ? এবার বুঝতে পারছেন আমার রেল গাড়ির গতি কেমন ? 

    - গোলাম মোস্তফা

    • - গোলাম মোস্তফা

      ভাল লাগছে এই ছবিটা 

    • Load more relies...
    - শহীদুল ইসলাম প্রামানিক

    আপনি হাইটা হাইটা চিটাগাং যাইতে থাকেন আমি ট্রেনে চইড়া আইতাছি। পকেটে পয়সা না থাকলে ডাক দিয়া কয়েন, জানালা দিয়া হাত বাড়ায়া দুই চাইর পয়সা দিয়া যামু।

    ছবি খুব ভাল লাগল। চালিয়ে যান। ধন্যবাদ

    • - কামাল উদ্দিন

       পকেটে পয়সা থালে তো ট্রেনেই চড়তাম, আর নাই বলেই তো আমার াজ এই দশা, আসেন আপনি, আমি ওয়েটাইতেছি 

    Load more comments...