Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অ্যাব্স সোহেল

১০ বছর আগে

৭ই জানুয়ারি, ফেলানি দিবস।

 

 

 

বোন ফেলানি আমার। হয়ত আমাদের উপর অভিমান করে আছিস!!

২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে; ভারতীয় বি.এস.এফএর কতিপয় অমানুষ জানোয়ার তোকে গুলি করে, তোর রক্তাক্ত মৃত শরীরকে কাঁটা তারের উপর ফেলে রেখেছিল। সেদিন তোর লাশ ঝুলে নি,ঝুলেছিল বাংলাদেশ।

তোর বিচার চেয়েও আমরা পাইনি। বিচারের নামে ওরা শুধু করেছিল প্রহসন। তবে একজন অবশ্যই আছেন, যার বিচারের কাঠগড়া থেকে আসামিরা এক চুল পরিমানও রক্ষা পায় না। তারাও পাবে না। (ইনশাল্লাহ)

 

তুই হয়ত জানিস, কিংবা দেখছিস।

আজ থেকে ৪৩ বছর আগে যারা আমাদের ‘মা’ এর সাথে বেঈমানি করেছিল। তাদেরও শাস্তি হচ্ছে।

ইনশাল্লাহ আজকে না হোক কালকে, তোর উপর নির্মম হত্যাকারীদেরও বিচার হবে।

কথায় আছে না, “রাখে আল্লাহ্‌, মারে কে?”

 

আজ তোর জন্যে এইটুকই করতে পারি। মহান আল্লাহ্‌ তায়ালার কাছে প্রার্থনা।

তিনি যেন তোকে জান্নাতের আসনে মনোনীত করে।

অ্যাব্স সোহেল
০৭/০১/২০১৪

০ Likes ৪ Comments ০ Share ৬২৫ Views

Comments (4)

  • - আনমনা

     

    চমৎকার! অতি চমৎকার! এই সুবাধে অনেক অনেক গল্প পড়তে পারবো। 

    • - তাহমিদুর রহমান

      আমিও পড়তে চাই। 

    • Load more relies...
    - গোলাম মোস্তফা

    ভাবনার কথা 

    • - তাহমিদুর রহমান

      কেন মোস্তফা ভাই। 

    • Load more relies...
    - মাসুম বাদল

    খুবই ভাল উদ্যোগ। গল্প জীবনে একটাও লিখিনি। হয়তো লিখা হবেওনা। তবে এই সুবাদে ভালো ভালো গল্প পড়ার সুযোগ হবে। উদ্যোগের জন্য সাধুবাদ...

    • - তাহমিদুর রহমান

      লিখে ফেলুন। 

    Load more comments...