Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অ্যাব্স সোহেল

১০ বছর আগে লিখেছেন

একটা কথা রাখবে?

ভালো থেকো।
কথাটি শেষ করে রনি আর একবারের জন্যেও পেছন ফিরল না।চোখ দিয়ে বয়ে যাচ্ছে অশ্রু। পৃথিবীর সমান বিষণ্ণতা আঁকড়ে ধরেছে তাকে।নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলছে সে। নিজের মনকে কোন ভাবেই শান্তনা দিতেপারছে না। এমন তো হওয়ার কোন কথাই ছিল না!
পিছন থেকে একটা গাড়ির হর্নবাজছে। কখন যে সে রাস্তায় চলে এসেছে খেয়ালই করেনি। গাড়ির হর্ন বেজেই চলছে।কিন্তু কোন ভাবেই সে নিজের মস্তিষ্ক কে নিয়ন্ত্রণ করতে পারছে না। কোন মতেরাস্তার পাশে গিয়ে দাঁড়ালো। কি হচ্ছে তার সাথে, কিছুই বুঝে উঠতে পারছে নারনি। পারবেই বা কি করে? তার জিবনের প্রিয় মানুষটির সাথে যে আজ বিচ্ছেদক্ষণ।
 
এইতোসেদিন, রনি তার প্রিয় মানুষটির সাথে বেড়াতে গিয়েছিল। সারাদিন একসাথে ঘুরেবেড়িয়েছে, গল্প করেছে, দুপুরে একসাথে খাবার খেয়েছে। বিকেলে ফেরার সময় বাসেরসবথেকে শেষের সিটে বসে গল্প করতেছিল। অনেক হাসিঠাট্টা আর দুষ্টুমি করে সময়কাটাচ্ছিল। হঠাৎ রনি বলে উঠল-
       ‘একটা কথা রাখবে?’
আরে কি এমন কথা যে আগেই জানিয়ে নিচ্ছ? বলেই ফেল। রনির দিকে তাকিয়ে কথাটা বলল মিলি।
হুম, এই মিলিই হল রনি প্রিয় মানুষ, যাকে সে তার জীবনের চেয়েও বেশি ভালবেসেছে।
রনি আবারও জিজ্ঞেস করল, আগে বল কথাটি রাখবে?
ঠিকবাংলা পাঁচ এর মত মুখ বাকিয়ে মিলি রনির দিকে না তাকিয়ে কর্কশ স্বরে বলেউঠল- ‘তোমার কোন কথা কি আমি রাখি না’!!! মিলির মুখের দিকে তাকিয়ে রনিরমনটাও খারাপ হয়ে গেল। তারপর রনি বলল থাক, পরে বলব। আর সাথে সাথে মিলি বলতেলাগলো, তুমি আসলেই একটা পাগল। পাগল বললে ভুল হবে। তুমি বড্ড বেশি পাগল। এইবলে হেসেই দিল। মিলিকে হাসি মুখে দেখে রনিও হেসে দিল।
আর তখনি রনিমিলির হাত চেপে ধরল। আর মিলিকে উদ্দেশ্য করে বলল- ‘কথা দাও... continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - রুদ্র আমিন

    ভাল লাগল মান্নান ভাই।

    • - চারু মান্নান

      ধন্যবাদ কবি এই বসন্তে ভাল থাকুন,,,

    - তৌফিক মাসুদ

    খুব কঠিন কথা। অনুভূতির দারুন প্রকাশ। 

    • - চারু মান্নান

      ধন্যবাদ কবি এই বসন্তে ভাল থাকুন,,,

    - রোদের ছায়া

    গভীর চিন্তামগ্ন কথা । সবটা বুঝে উঠতে পারলাম না । কবিকে শুভেচ্ছা ।

    • - চারু মান্নান

      ধন্যবাদ কবি এই বসন্তে ভাল থাকুন,,,

    Load more comments...

অ্যাব্স সোহেল

১০ বছর আগে লিখেছেন

কবিতা- অবাক বিষণ্ণতা

এখন তো হয়না আগের মত চাওয়া
প্রতি রাতে আমাদের খুঁজে পাওয়া
কিছু দুঃখ-সুখ
নিজেদের করে নেওয়া।
একাকি কেটে যায় প্রতিটি রজনী
ভুল বুঝে ফিরে আসার সময়
নয় হয়ত এখনই।
তবুও কি পড়ে না মনে?
ব্যস্ততা ফেলে অবসর হলে!
নাকি আমারও মত করে
অভিমানে তোমার দু’নয়ন জলে ভরে?
অস্থিরতার এ কোন মায়ায়
তবে জড়ালে তুমি আমায়
ভাবনা বিহীন কাটে না যে রাত
কাটে না আর স্বপ্নের হাওয়ায়।।
­_________________________________________ ©অ্যাব্স সোহেল (০৫/০৩/২০১৪ ইং)
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মাসুম বাদল

    • - অয়ন আবদুল্লাহ

       

    - তৌফিক মাসুদ

    দারুন কবিতার কথাগুলো। শুভকামনা। 

    • - অয়ন আবদুল্লাহ

      অনেক ধন্যবাদ...

       

       

    - মোঃসরোয়ার জাহান

    আমি মানুষ হতে চেয়েছি।
    শহরের ভিড়ে হারিয়ে যাওয়া কোনো শরীর নয়,
    একজন খুব চেনা কেউ হয়ে।
    যে নিঃসঙ্গতায় ভেসে যাওয়া সময়কে
    মুহূর্তেই ডুবিয়ে দেয় একরাশ উচ্ছলতায়।
    যে জানে, কি চাও তুমি।
    যে বুঝে তোমার সমস্ত নিঃশ্বাসের ভাজে,
    কোথায় চাপা থাকে অভিমানগুলো ...

    -----------------darun laglo

    • - অয়ন আবদুল্লাহ

      অনেক ধন্যবাদ

অ্যাব্স সোহেল

১০ বছর আগে লিখেছেন

কবিতা- প্রতিটি বিষণ্ণতা

আকাশের পানে চেয়ে থেকে
ভাবনার আড়ালে যখন হারাই,
অস্তিত্তে খুঁজে পাই
বিষণ্ণতার অন্তরালে জমিয়ে থাকা
প্রতিটি বিষাদ কণার বিচরণ।।
__________________________ ©অ্যাব্স সোহেল (১০/০১/২০১৪ ইং)
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    দাদা

    অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন ভাল থাকুন---

    • - মাঈনউদ্দিন মইনুল

       

      অনেক ধন্যবাদ, বাউল সাহেব 

    - মুহাম্মাদ আরিফুর রহমান

    খুব ভালো কিছু বিষয় নির্দেশ করেছেন মইনুল ভাই। ধন্যবাদ।

    • - মাঈনউদ্দিন মইনুল

       

      ধন্যবাদ আরিফ ভাই। ভেবেছিলাম আপনার দেখা পাবো.... 

    - নুসরাত জাহান আজমী

     মইনুল ভাইয়া, সৃজনশীল প্রতিযোগিতাটা আসলেই খুব ভালো একটা আয়োজন ছিল। অনেকেই এখানে বেশ উৎফুল্ল ভাবে যোগ দিসিছিলেন। ব্লগটাতে বেশ জমজমাট ভাব ছিল। ভালোও লাগছিল।
    আমি ঠিক জানি না, যারা পুরস্কৃত হয় নি, তাদের কী অভিমত। তাদের কয়েকজনকে এই আয়োজনে আমন্ত্রণ জানানো যেতো।  আমি গেসিলাম তো। কোন পুরষ্কার পাইনাই।
    কিন্তু তারপরও ঐ দিনটায় যাবার জন্য যে তোড়জোড় করসিলাম, বাসার সবাই বলতেসিল, পুরষ্কার পাস নাই, তাই এই অবস্থা, পুরষ্কার পাইলে তো তোর জ্বালায় বাসায় থাকতেই সমস্যা হইত।

    • - মাঈনউদ্দিন মইনুল

      আমার আনন্দটা খিয়াল করেছেন? আটখানা। উপুহার দিবার আনন্দ সেই জানে, যে দিয়েছে...হুম!

      আপনাদের সাথে দেখায় হওয়া আনন্দ আরও বেশি ছিলো...

      আপনি পুরস্কার-প্রাপ্ত লেখক আগে থেকেই... ভালো থাকুন 

    • Load more relies...
    Load more comments...

অ্যাব্স সোহেল

১০ বছর আগে লিখেছেন

কবিতা- স্বপ্ন এবং তুমি

কতদিন হলো শুনি না,
সকালের পাখির গান।
কতদিন হলো হয়নি হাঁটা,
ভোরের ওই শিশিরে।
স্বপ্ন দেখি, একদিন হাঁটবো আমি
তোমার হাতে রেখে হাত
মনের কোনে লুকিয়ে থাকা
কষ্ট কে করে ধূলিসাৎ।
ভালবাসায় ভরিয়ে দিবে তুমি
আমার অগোছালো জীবন,
জানি শুধু অপেক্ষার প্রহর
আর ধরতে হবে তোমার ওই হাত।
পাড়ি দিতে হবে একসঙ্গে
হাজারো মায়াবি কাল রাত।।
_______________________________©অ্যাব্স সোহেল (০৩/০৫/২০১৪ ইং)
continue reading
Likes Comments
০ Shares

Comments (8)

  • - রুদ্র আমিন

    চমৎকার হয়েছে আপু।

    • - পিয়ালী দত্ত

      অসংখ্য ধন্যবাদ সময় করে কবিতা পড়ার ও মন্তব্যের জন্য...

    - আলমগীর সরকার লিটন

    কবিতা টা যেন গানের মত মন হল

    বেশ শুভ কামনা

    • - পিয়ালী দত্ত

      অসংখ্য ধন্যবাদ সময় করে কবিতা পড়ার ও মন্তব্যের জন্য...

    - ইখতামিন

    সুন্দর লিখেছেন

    • - পিয়ালী দত্ত

      অসংখ্য ধন্যবাদ সময় করে কবিতা পড়ার ও মন্তব্যের জন্য...

    Load more comments...

অ্যাব্স সোহেল

১০ বছর আগে লিখেছেন

কবিতা- পরিবর্তন

তৃষ্ণার্ত কাকের মত
একাকি অভিরাম হেঁটে চলেছিলাম
দিক না জানা মরুর কোন পথে।
 
সূর্য ভাঙা মেঘ হয়ে
কখন যে তুমি ভর করেছিলে
নিরাশায় ভরা আমার ঐ আকাশে।
ক্লান্ততার সীমা পেরিয়ে এসে
কখন যে হারিয়ে ফেলেছিলাম নিজেকে।

আর যখনই জানতে পেরেছিলাম
আমি নেই আর আমার মাঝে,
আমি জেনেশুনেই বন্দিত্ব বরন করেছিলাম
শুধু তোমায় ভালবেসে।।
____________________________অ্যাব্স সোহেল (০২/০৩/২০১৪ ইং)
continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - মাসুম বাদল

    চমৎকার...

    • - অব্যয় অনিন্দ্য

    - সেলিনা ইসলাম

    বাস্তব চিত্রটি শব্দ আর ছন্দে জীবন্ত করে তুলেছেন কবি ! অসাধার ণ থীমের অনবদ্য কবিতা।  শুভকামনা 

    • - অব্যয় অনিন্দ্য

      আন্তরিক ধন্যবাদ

Load more writings...