Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শাহ আজিজ

১০ বছর আগে

৫ই জানুয়ারী মহান গনতন্ত্র দিবস

৫ই জানুয়ারী মহান গনতন্ত্র দিবস

 

আজ আবার ঠাণ্ডাটা বেশী। বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। কেমন জানি আলসে আলসে লাগছে।

রান্নাঘর থেকে কষানো মাংসের দারুন গন্ধ ছুটেছে । সকালের নাস্তাটা দারুন হবে ।

আমাদের ভোট নিয়ে দুশ্চিন্তা অনেক আগেই শেষ কারন এখানে মাত্র একজন প্রার্থী , তাই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ।

ভালোইত, ভালোনা?

কিন্তু মাংস রাঁধা হচ্ছে কেন সেটা বলি ।

আমার বন্ধু বিজনের ভাষায় ভোট হচ্ছে “গনতান্ত্রিক অধিকার” তাই সে গতকাল সন্ধ্যায় ১ কেজি খাসির মাংস বৌদিকে দিয়ে বলেছে “এটাকে একটু আদা বাটা দিয়ে কষিয়ে ,গরম মসলা দিয়ে রসিয়ে, আর জিরা দিয়ে টেসিয়ে

সকাল ১০ টার মধ্যে রেডি করো, পেট পুরে খেয়ে ভোট দিতে যাবো, গনতান্ত্রিক অধিকার বলে কথা”।

আমি স্ত্রীকে বলতেই সে হেসে বলল আমিও সকালে তাই করব তবে আমাদের ভোট তো দেয়া লাগছে না ।

উঠে টি ভি দেখে ভাবলাম অন্য এলাকায় যাবো , মানে বিজনদের এলাকায় ,ভোট দেখতে , ৫ বছরে একবার মাত্র সুযোগ আসে , মিস করা ঠিক না।

আহা! পরাটা তাও ভেজাল ঘিয়ে ভাজা আর সাথে গরুর মাংস যা লাগছেনা খেতে—উম ম ম –ঝাঁকাস !

আমি গেলে পরে বিজন ও বৌদি আমায় চা খাইয়ে তারপর কেন্দ্রে গেলাম।ওরা দুজন ভোট দিলো প্রায় ফাঁকা কেন্দ্রে । একটু ঘুরে ফিরে দুপুরের পর বিজনের বাসায় ভাত খেয়ে বিশ্রাম আর টি ভি দেখা ।

বিকেলে দুজন বেরুলাম আবার সবশেষ পরিস্থিতি দেখতে । বেশ কটা কেন্দ্রে ফলাফল হয়ে গেছে । আমরা সন্ধ্যা নাগাদ সেই বিখ্যাত চায়ের দোকানে বসলাম । আজ ভিড় অল্প , মশলা চা বিখ্যাত এখানকার । বেঞ্চিতে বসে আশেপাশে ,সামনে বসা লোকজনের কথা শুনছিলাম মনোযোগ দিয়ে । কেউ খুশী কেউবা সন্দেহবান কেউ নাকচ করছে ইত্যাদি ।

এবার আমি যাবো, উঠে দাঁড়ালাম ।

বিজন আমায় এই মোড়ে রিকশা ধরিয়ে দেবে ।

দেখি আলো আধারিতে একটা ছেলে একাই নাচছে । বিজন তাকে শুধাল কিরে শরিফ নাচছিস কেন ?বিজন আমার কানে কানে বলল “পোলাটা পুরাটাই টাল” এখন । শরিফ যে ছেলেটি নাচছিল সে গলা জড়িয়ে জড়িয়ে বলল “কামাল ভাই হাইরা গ্যাসে”।

বাহ ! কামাল হেরেছে তো তোর কি?

সে আগের মতই জবাব দিলো “কামাইল্যা একটা চুর (চোর ) আছিল”।

আমরা বেশ অবাক হলাম !

বিজন আবার শুধাল তাতে তোর কি?

শরিফ নির্লিপ্ত জবাব দিলো “আমার নাচার কারন তো দাদা অন্যখানে , একটু হাইথট ব্যাপার স্যাপার--------“।

আমার আগ্রহ বেড়ে চলল – ও বলতে লাগলো “আমার যা খুশী লাগতাসে জামাল ভাই জিত্ত্যা যাওনে” ।

বিজন অবাক হয়ে এবার বলল ------ তোর খুশীর সাথে জামালের জেতার সম্পর্ক কি?

নেশায় বুঁদ আর নাচে ক্লান্ত শরিফ এবার থেমে গেল, তারপর দম নিয়ে বলল “জামাইল্যা ভাই আরও বড় চোর , আমরা এইরকম কেনডিডেড চাইছিলাম”।

আক্কেল গুড়ুম!!!!

১ Likes ৬ Comments ০ Share ৫৯৫ Views

Comments (6)

  • - রুদ্র আমিন

    চোখ বন্ধ করে দেখ
    এই আমি তোমার পাশে…
    হাত বাড়িয়ে দেখ
    তোমার হাত আমার হাতে,
    আর একটু সম্মুখ এসে দেখ
    আমার শ্বাস তোমার শরীরে।

    • - মাসুম বাদল

      ধন্যবাদ, আমিনুল ভাই... 

    - ওয়াহিদ মামুন

    নারীর প্রতি পুরুষের স্বাভাবিক ও চিরন্তন আকর্ষণের  কথা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন বাদল ভাই। অসাধারণ লাগলো।  

    • - মাসুম বাদল

      অনেক অনেক শুভকামনা... 

    - গোলাম মোস্তফা

    হুম ভাল লেখেছেন 

    শুভ সকাল এ এক কাপ গরম চায়ের শুভেচ্ছা 

    • - রোদেলা

      ইশ ,চা খাইতে মুন চায়।

    • Load more relies...
    Load more comments...