Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

২০১৪ বই মেলায় প্রকাশিত বই!!!

 

  যাদের লেখা পড়তে পারবেনঃ

>> শিশির সিক্ত পল্লব,
>> এশরার লতিফ,
>> মো: মনোয়ার মোকাররম,
>> মামুন ম. আজিজ,
>> অদিতি ভট্টাচার্য্য,
>> হাবিবুর রহমান,
>> ডা সুরাইয়া হেলেন,
>> জুঁইফুল (আমি),
>> রীতা রায় মিঠু,
>> নাজনীন পলি,
>> মিলন বণিক,
>> রক্ত পলাশ,
>> সিয়াম সোহানূর,
>> সেলিনা ইসলাম,
>> স্বাধীন,
>> ঐশী,
>> রওশন জাহান,
>> সালেহ মাহমুদ,
>> মোহসিনা বেগম,
>> জসীম উদ্দীন মুহম্মদ,
>> শাহ আকরাম রিয়াদ,
>> রোদের ছায়া,
>> প্রদ্যোত,
>> জায়েদ বিন জাকির (শাওন),
>> ঈশান মাহমুদ,
>> সূর্য,
>> লুতফুল বারি পান্না ,
>> ওসমান সজীব,
>> ইসহাক খান,
>> সিপাহি রেজা,
>> পন্ডিত মাহি

... এনারা সবাই'ই ব্লগ লেখক। কেউই নামী দামী প্রতিষ্ঠিত লেখক না হতে পারেন, কিন্তু- কিছু কিছু নিক আপনাদের কাছে পরিচিত। যেমন-নাজনীন পলি, সিপাহী রেজা, রোদের ছায়া, মামুন ম আজিজ, মিলন বনিক প্রমুখ। আপনারা হয়তো অনেকেই এনাদের লেখা সম্পর্কে জানেন এবং খুব পছন্দও করেন।

আরো কিছু ছদ্ম-নিক আছেন যাদের আপনারা প্রকৃত নামে জানেন ঠিকই কিন্তু ছদ্মনিক'টা জানেন না। যেমন বিভিন্ন ব্লগে আমিও ছদ্মনাম দিয়ে লিখি। হা হা হা!!

সে যাক, যে কথা বলছিলাম,... বইটি সংগ্রহ করতে চাইলে আপনি আজই অর্ডার দিয়ে রাখুন। "অন্যপ্রকাশ" প্রকাশনীর বই 'বইমেলা' থেকেই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। গত বার অর্থাৎ বইমেলা ২০১৩ তে এদের সংকলনে আমার একটি গল্প এসেছিলো। কিন্তু আমার দূর্ভাগ্য বইটি আমি সঠিক সময়ে সংগ্রহ করে উঠতে পারি নি। তাই, এইবার অনলাইনে ৫কপি অগ্রীম অর্ডার দিয়ে রাখলাম। বইটি আমার হাতে পৌঁছে যাবে ফেব্রুয়ারী ১ হতে ৭ কর্মদিবসের মধ্যেই। ওয়াও!! কবে যে নতুন বইটির স্বাদ ও ঘ্রাণ নেবো...ভাবতেই অন্যরকম ভালোবাসার অনুভূতি হচ্ছে!!! 

নবীন লেখকদের অগ্রযাত্রায় আসুন সবাই এক হয়ে শুভকামনা জানাই। 

১ Likes ৪২ Comments ০ Share ৭৮৮ Views

Comments (42)

  • - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

    চমৎকার কবিতা। এত দ্রুত শেষ হয়ে গেল যে ভর পেট না খেয়ে উঠে পড়তে হচ্ছে। কী আর করা? ধন্যবাদ, ভাই ফরিদ সুমন।

    • - ফরিদ সুমন

      এটা লিখে আমারও মনে হয়েছে একটু তাড়াতাড়িই শেষ হয়ে গেলো। তারপরও মাঝে মাঝে যশ থাকতেই কীর্ত্তন ক্ষ্যামা দেয়া ভালো, তাইনা হেনা ভাই? 

      অশেষ শুভকামনা। 

    - গোলাম মোস্তফা

    দারুন এক ভাল লাগা রইল 

    • - ফরিদ সুমন

      ধন্যবাদ মোস্তফা ভাই। 

    - সুখেন্দু বিশ্বাস

    দেখো আলোর মুক্তোদানায় ভরে আছে শান্ত বনভূমি 
    শিশিরের সাথে অভিসারে গেছে হাসনাহেনার ঘ্রাণ। 

     

     

    সুন্দর কথামালা কবি।  

    • - ফরিদ সুমন

      ভালোলাগা জানবেন। 

    Load more comments...