Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নীল সাধু

১০ বছর আগে

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের বিজয় র‌্যালীতে অংশ নেবার আহবান

 

প্রিয় ব্লগার, অভিনন্দন! আজকের এই বিশেষ মুহূর্তে দেশে এবং বিশ্বজুড়ে বাঙালী এবং বাংলাদেশী সবাইকে অভিনন্দন!।

শুভেচ্ছা নিন আসন্ন বিজয় দিবসের। প্রতিবারের মতই এবারও মহান বিজয় দিবস উপলক্ষে একটি বিজয় র‍্যালীর আয়োজন হচ্ছে। অত্যন্ত আনন্দের সাথে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

১৬ ডিসেম্বর ২০১৩ তে বাংলা কমিউনিটি ব্লগিং অষ্টম বছরে পা দিতে যাচ্ছে। কেবল ব্লগারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মতবিনিময় নয়, ইতিমধ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছে জনমত তৈরির একটি বিকল্প গণমাধ্যম হিসেবেও। নানান চড়াই উৎরাই পেরিয়ে বাংলা ব্লগিং বিকশিত করে চলেছে নাগরিক সাংবাদিকতা, মানব কল্যাণে যূথবদ্ধতা, সকল প্রকার অন্যায়ের প্রতিরোধ ক্ষেত্র। এই পথচলায় মানব কল্যাণমূলক কর্মকান্ডে ব্লগারদের অংশগ্রহণ সন্দেহাতীতভাবে প্রমাণিত এবং উজ্জ্বল। সাধারণ মানুষের স্বাধীন মত প্রকাশের উর্বর জমিটিও তৈরি করে চলেছেন বাংলা ব্লগোস্ফিয়ারের অগণিত ব্লগাররা।

এবারের ১৬ই ডিসেম্বর আমাদের জীবনে একই বিশেষ মাত্রা যুক্ত করেছে। এই আনন্দ উদযাপনে ঐক্যবদ্ধভাবে র‍্যালীতে সবাইকে অংশ নেবার আহবান জানাই। র‍্যালীটি জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে টিএসসি হয়ে শহীদ মিনার ঘুরে শেষ হবে ছবির হাটে। এতে অংশ নেবার জন্য প্রত্যেকে নিজের ইচ্ছেমতন বিজয়ের বার্তাবাহী, বর্ণিল কোনো ফেস্টুন, ব্যানার বা প্ল্যাকার্ড বহন করতে পারেন। সাথে নিয়ে আসতে পারেন স্বামী, স্ত্রী, সন্তান, বন্ধু বা আত্মীয় স্বজন যে কাউকে। ক্যামেরা নিয়ে আসতে পারেন সময়টাকে অ্যালবামে বন্দী করার জন্য।

এই যূথবদ্ধতা সুস্থ গণতন্ত্র চর্চার বিষয়টিকে আরো জোরালো করবে। আপনারা আসুন এই বিজয় র‍্যালীতে, যুক্ত হন যূথবদ্ধতায়, স্বাধীনতার চেতনাকে ছড়িয়ে দিন সবার মাঝে।

তারিখ: ১৬ই ডিসেম্বর, সোমবার।
সময়: সকাল ৮টা ৩০ মিনিট।
র‌্যালী শুরু হবার স্থান: শাহবাগ জাদুঘরের সামনে থেকে।


নির্বিঘ্ন, নিরাপদ ও মঙ্গলময় হোক আমাদের একসাথে পথচলা।
 

বিনীত
আমরা ব্লগার

 

মুল পোষ্ট

উপরোক্ত পোষ্টটি সামহোয়্যার ইন ব্লগ থেকে কপি করা। একজন নিবন্ধিত ব্লগার হিসেবে আমিও আমরা ব্লগার একজন সদস্য। সবাইকে সেই র‍্যালীতে অংশ নেবার আহবান জানাই।  

০ Likes ১৭ Comments ০ Share ৭১৩ Views

Comments (17)

  • - রোদেলা

    একটা ঝলক
    আঁচল-খসা বুক
    পায়ের তলায়
    আচমকা কম্পন-
    হৃৎপিণ্ডে বিশাল ঢাকের বারি 

    ভালো লাগল।

    • - মাসুম বাদল

      শুভকামনা জানবেন... 

    - ওয়াহিদ মামুন

    প্রেমের কবিতা। খুব ভাল লাগল।

    • - মাসুম বাদল

      শুভেচ্ছা !!! 

    - রোদের ছায়া

    বেশ ভালো লাগলো প্রেমকাব্য তবে গানের অংশ গুলো না আনলে আরও ভালো হতো।। 

    শুভেচ্ছা থাকলো।

    • - মাসুম বাদল

      শুভেচ্ছা অফুরান... 

       

      আসলে গানের মতো কথাগুলো পুরনো গ্রাম-বাংলার পুঁথির ছায়া অবলম্বনে ব্যাবহার করেছি সচেতনভাবেই। যদিও কথাগুলো বিজ্ঞাপন সংস্থা (সম্ভবত Expressions) RC-র বিজ্ঞাপনে ব্যাবহার করেছিলেন। তবে, আপনার পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ... 

    Load more comments...