Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

md. musaddek hosen

১০ বছর আগে

হে নবজাতক

হে নবজাতক
-মোঃ মোসাদ্দেক হোসেন

হে নবজাতক সোনালী রৌদ্দুর শেষে
এক মুঠো আলো যখনো রাঙিয়ে রেখেছে আকাশ-
এলো-মেলো বয়ে চলে বাতাস; জোসনা আলো রাতে এলে দুর্জয় বেশে।

অজর ঝরা বৃষ্টি ফোঁটার রাত্রি শেষে নতুন দিগন্তে
সোনালী বিকেল যখন নতুন স্বপ্ন দেখায়-
তেমন বিকেলের আলো মুছা রাতে স্বপ্ন রাঙা ভেলায়
তুমি এলে ভরা জোসনা রাতে মনের গভীর রত্নে।

রাতের তারারা যেন সাজিয়েছে নতুন স্বপ্নপূরী,
নতুন কল্পনা, আপন আল্পনায়; ভাসাই স্বপ্নতরী।

অসামাপ্ত কিছু স্বপ্নকে সাজাই তোমার কথা ভেবে
হারিয়ে যেন যাই দূর আকাশে পাখির মত ডানা মেলে-
নদীর শ্রোতের মত এই ক্ষণ তবুও স্মৃতি হয়ে রবে।

মুক্ত করি আজ কল্পনার দ্বার হয়ে উঠ অকুতভয়,
বাংলার মাঝে নতুন স্বপ্নে নিয়ে এসো দুর্জয়।

৩ ভাদ্র ১৪২০ বঙ্গাব্দ, দিনাজপুর।
০ Likes ২ Comments ০ Share ৩৬৪ Views

Comments (2)

  • - তুহিন সরকার

    অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলের সবাইকে। সেই সঙ্গে দেশবাসীকে।ক্রিকেটারদের জন্য শুভকামনা রইল।

     

    ধন্যবাদ সাধু ভাই পোস্টের জন্য, শুভকামনা সতত।

    - তুহিন সরকার

    অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলের সবাইকে। সেই সঙ্গে দেশবাসীকে।ক্রিকেটারদের জন্য শুভকামনা রইল।

     

    ধন্যবাদ সাধু ভাই পোস্টের জন্য, শুভকামনা সতত।

    - তুহিন সরকার

    অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলের সবাইকে। সেই সঙ্গে দেশবাসীকে।ক্রিকেটারদের জন্য শুভকামনা রইল।

     

    ধন্যবাদ সাধু ভাই পোস্টের জন্য, শুভকামনা সতত।