Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

হাট-বাজার

চমকে উঠি বজ্রপাতে
গ্যাস বিদ্যুতের কুপোকাতে
শাক-সবজি, পেয়াজ, মরিচ
মরার উপর খাঁড়া ঘাতে
কি মজা! কি মজা!!
রীতির নীতি কুপোকাতে।

পেয়াজের হাট নব্বই-তে
মরিচ কাঁদে বিংশ-তে
ডিম ভাসে কেমিক্যালে
মাছ-গোসত নক্ষত্রে
কি মজা! কি মজা!!
মাথাপিছু আয় আজ ডলারেতে।

টাকাওয়ালার টাকা উড়ে
হাট-বাজারে মানুষ ঘুরে
ঝড়-বৃষ্টি বাদল দিনে
গায়ের ঘাম তবও ঝরে।

সেমিনার আর টক শোতে
চায়ের কাপে মানুষ ভাসে
ঢাকা শহর জলের নীচে
কি মজা! কি মজা!!
কণ্ঠস্বর তবুও ভাসে জোয়ারেতে।

ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গা
পানি নিয়ে ঝগড়া বিবাদ, পানিই এবার খা।

২ Likes ০ Comments ০ Share ৪২২ Views

Comments (0)

  • - নাসির আহমেদ কাবুল

    শুভেচ্ছা পরান।