Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

স্বাধীনতা

দিনটি ছিলো ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ,
পরাধীনতার শিকল থেকে মুক্ত হয়ে ,
জন্ম নিলো বাংলাদেশ নামে স্বাধীন একটি দেশের ।

স্বাধীনতার বিনিময়ে রক্তে লাল হয়ে গিয়েছিল ,
এই বাংলার সবুজ মাঠ ও প্রান্তর ,
শত শত মুক্তি যোদ্ধাদের প্রানের ফসল ,
আমাদের এই বাংলাদেশ ,
তাদের জীবন ত্যাগের জন্যই ,
পেয়েছিলাম বাংলাদেশ নামের এক স্বাধীন দেশের ,
একটি স্বাধীন মানচিত্রের।

বিনিময়ে দিতে হয়েছিল ৩০ লক্ষ্য মানুষের লাশ
দিতে হয়েছিল মা বোনের ইজ্জত ,
আরো কতো কি?
তবুও বাংলাভাষী মানুষেরা পেলো
একটি স্বাধীন দেশ
বাংলাদেশ।

আমার দেশ তোমার দেশ ,
মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ক্রিস্টিয়ান ,
সবার দেশ ,
বাংলাদেশ ।

আমাদের একটি ভাষা ,
প্রানের বাংলা ভাষা ,
বাংলা আমাদের মা ,
বাংলা আমাদের গর্ব ,
বাংলাদেশ আমাদের অহংকার ।

০ Likes ২ Comments ০ Share ৩৬৭ Views