Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

প্রবাসী একজন

৯ বছর আগে

স্বপ্ন নিয়েই বেঁচে থাকাঃ কিছু প্রানের কথা

  স্বপ্ন দেখার দিন কখনও ফুরায় না, স্বপ্নগুলি কেবল বদলে যায়। মনের মাঝে ভিড় করে থাকা স্বপ্নগুলো কে সাজিয়ে সাজিয়ে তৈরি হয় নতুন দিনের আশা, মেলে বেঁচে থাকার রসদ। এইভাবে কখন যে আমরা স্বপ্নের মায়াজালে বাঁধা পড়ি, তা আমাদের অজ্ঞাতই থেকে যায়। সেই রংবেরঙ্গের মায়াজাল আমাদের টানে, কাছে ডাকে, আর বেঁধে ফেলে অপূর্ব সেই গোলকধাঁধায়। সে এক অন্য খেলা...হারিয়ে গিয়েও এক অনন্য সুখ, রাস্তা খুঁজে পেয়েও সুখ। এ খেলায় হেরেও সুখ, হারিয়েও সুখ। কেবল খেলার সঙ্গী টিকে পেলেই প্রাণের কলস টইটুম্বুর।   সেই পূর্ণ প্রাণের দিন গুলিতেও কেমন যেন ভয় হয়, অমূল্য এই দিনগুলি হারিয়ে ফেলার ভয়...। তখন মায়াজাল বলে, ভয় কিসের?? জানিস না..."স্বপ্ন কখনও ফুরায় না"...
০ Likes ০ Comments ০ Share ৫০৯ Views

Comments (0)

  • - নীল সামু

    ছোট হলেও মরিচের স্বাদ আছে। 

    • - সুমন দে

      অনেক অনেক ধন্যবাদ ।

    - দিলারা জামান

    ভাল 

    • - সুমন দে

      অনেক ধন্যবাদ ।

    - টোকাই

    দারুণ !

    • - সুমন দে

      ধন্যবাদ ।