Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বাংলা নিউজ

১০ বছর আগে

সেরা পুনম পান্ডে

এমনটা দাবি করে আবার হেডলাইনে তিনি। ইন্টারনেটে নিরাবরণ ছবি পোস্ট করার জন্য ইতিমধ্যেই নাম কিনেছেন পুনম। এবারে মিডিয়াকে প্রথম ছবিতে শয্যাদৃশ্যের বর্ণনা দিতে উদগ্রীব হওয়ায় ফের শিরোনামে তিনি। টুইটে জানান, `প্রথম ছবিতে সেরা যৌন দৃশ্যে দেখা যাবে তাঁকে`।

ভারতীয় ক্রিকেট দলের সমর্থনে ইন্টারনেটে প্রথম নিজের শরীর উন্মোচন করে খবরের শিরোনামে আসেন পুনম। তার পর থেকে আর প্রচারের স্পটলাইট সরতে দেননি তিনি। কেকেআর`এর আইপিএল জয়ের পরেই কেবলমাত্র কালো স্টিলেটোতে দেখা গিয়েছিল তাঁকে। প্রচারের সেই ঝলকানি সামলে এবার ফের টুইট করলেন, "যৌনতাকে পরিচ্ছন্ন করে তুলে ধরতে পারে না বেশিরভাগ সিনেমা। বস্তুত, বাস্তবক্ষেত্রে যৌনতা বেশ অগোছালো, পরিতৃপ্তির যৌনতা আরও বেশি অগোছাল..." প্রথম ছবিতে সেরা যৌনতা দৃশ্যায়িত করবেন তিনি।

বলাই বাহুল্য, এরপরে পুনমের ছবির অপেক্ষায় থাকবেন সবাই...
উল্লেখ্য যে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের আনন্দে বিবসনা হবার ঘোষণার জন্য পরিচিত বলিউডি মডেল পুনম পান্ডে। সোস্যাল মিডিয়া একজনের ক্যারিয়ারে কত উপকার আসতে পারে তার সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বলিউডের হালের নায়িকা পুনম পান্ডে। ছোটখাটো মডেল থেকে একজন ওয়েব সেলিব্রেটি এবং তার পর বলিউডে অভিনয়, তারকা হওয়ার পথে পুরো পথই ছিল পুনমের জন্য খুব চমৎকার। নবাগতা এই অভিনেত্রীর সকল কাজকর্ম এতদিন টুইটারেই কেন্দ্রীভূত ছিল।



টুইটারে যখন তার ভক্তের সংখ্যা ১ লাখ, তখন তিনি সেলিব্রেট করে সবাইকে জানান দেন। এরপর তার একই ভাবে ২ লাখ ফলোয়ার হওয়ার সময় বেশ সেলিব্রেট করে। এমনকি ফলোয়ার যখন ৩ লাখ হয় তখনো তিনি সেলিব্রেট করেন। কিন্তু কোন এক বিশেষ কারণে তার ফলোয়ার ৪ লাখ হওয়ার ব্যাপারটি সেলিব্রেট করছেন না। একেবারেই চুপচাপ আছেন তিনি। এদিকে ৪ লাখ ফলোয়ারের সাথে সাথে তিনি ছুয়ে ফেলেছেন সানি লিওনের জনপ্রিয়তাকে। যদিও সানি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পুনমের মতো এত সক্রিয় নয়। এবং সানির জনপ্রিয়তা ভারতের চেয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশী।

সোস্যাল মিডিয়া একজনের ক্যারিয়ারে কত উপকার আসতে পারে তার সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বলিউডের হালের নায়িকা পুনম পান্ডে। ছোটখাটো মডেল থেকে একজন ওয়েব সেলিব্রেটি এবং তার পর বলিউডে অভিনয়, তারকা হওয়ার পথে পুরো পথই ছিল পুনমের জন্য খুব চমৎকার। নবাগতা এই অভিনেত্রীর সকল কাজকর্ম এতদিন টুইটারেই কেন্দ্রীভূত ছিল।

টুইটারে যখন তার ভক্তের সংখ্যা ১ লাখ, তখন তিনি সেলিব্রেট করে সবাইকে জানান দেন। এরপর তার একই ভাবে ২ লাখ ফলোয়ার হওয়ার সময় বেশ সেলিব্রেট করে। এমনকি ফলোয়ার যখন ৩ লাখ হয় তখনো তিনি সেলিব্রেট করেন। কিন্তু কোন এক বিশেষ কারণে তার ফলোয়ার ৪ লাখ হওয়ার ব্যাপারটি সেলিব্রেট করছেন না। একেবারেই চুপচাপ আছেন তিনি। এদিকে ৪ লাখ ফলোয়ারের সাথে সাথে তিনি ছুয়ে ফেলেছেন সানি লিওনের জনপ্রিয়তাকে। যদিও সানি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পুনমের মতো এত সক্রিয় নয়। এবং সানির জনপ্রিয়তা ভারতের চেয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশী।  সোস্যাল মিডিয়া একজনের ক্যারিয়ারে কত উপকার আসতে পারে তার সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বলিউডের হালের নায়িকা পুনম পান্ডে। ছোটখাটো মডেল থেকে একজন ওয়েব সেলিব্রেটি এবং তার পর বলিউডে অভিনয়, তারকা হওয়ার পথে পুরো পথই ছিল পুনমের জন্য খুব চমৎকার। নবাগতা এই অভিনেত্রীর সকল কাজকর্ম এতদিন টুইটারেই কেন্দ্রীভূত ছিল।

টুইটারে যখন তার ভক্তের সংখ্যা ১ লাখ, তখন তিনি সেলিব্রেট করে সবাইকে জানান দেন। এরপর তার একই ভাবে ২ লাখ ফলোয়ার হওয়ার সময় বেশ সেলিব্রেট করে। এমনকি ফলোয়ার যখন ৩ লাখ হয় তখনো তিনি সেলিব্রেট করেন। কিন্তু কোন এক বিশেষ কারণে তার ফলোয়ার ৪ লাখ হওয়ার ব্যাপারটি সেলিব্রেট করছেন না। একেবারেই চুপচাপ আছেন তিনি। এদিকে ৪ লাখ ফলোয়ারের সাথে সাথে তিনি ছুয়ে ফেলেছেন সানি লিওনের জনপ্রিয়তাকে। যদিও সানি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পুনমের মতো এত সক্রিয় নয়। এবং সানির জনপ্রিয়তা ভারতের চেয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশী। সোস্যাল মিডিয়া একজনের ক্যারিয়ারে কত উপকার আসতে পারে তার সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বলিউডের হালের নায়িকা পুনম পান্ডে। ছোটখাটো মডেল থেকে একজন ওয়েব সেলিব্রেটি এবং তার পর বলিউডে অভিনয়, তারকা হওয়ার পথে পুরো পথই ছিল পুনমের জন্য খুব চমৎকার। নবাগতা এই অভিনেত্রীর সকল কাজকর্ম এতদিন টুইটারেই কেন্দ্রীভূত ছিল।

টুইটারে যখন তার ভক্তের সংখ্যা ১ লাখ, তখন তিনি সেলিব্রেট করে সবাইকে জানান দেন। এরপর তার একই ভাবে ২ লাখ ফলোয়ার হওয়ার সময় বেশ সেলিব্রেট করে। এমনকি ফলোয়ার যখন ৩ লাখ হয় তখনো তিনি সেলিব্রেট করেন। কিন্তু কোন এক বিশেষ কারণে তার ফলোয়ার ৪ লাখ হওয়ার ব্যাপারটি সেলিব্রেট করছেন না। একেবারেই চুপচাপ আছেন তিনি। এদিকে ৪ লাখ ফলোয়ারের সাথে সাথে তিনি ছুয়ে ফেলেছেন সানি লিওনের জনপ্রিয়তাকে। যদিও সানি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পুনমের মতো এত সক্রিয় নয়। এবং সানির জনপ্রিয়তা ভারতের চেয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশী।

০ Likes ৫ Comments ০ Share ৯২০ Views

Comments (5)

  • - ফরিদ সুমন

    এই শহর মরে গেছে 
    মরে গেছে এই শহরের স্বপ্নগুলো! 

    প্রতিদিন, প্রতিরাতে বহু স্বপ্নের মৃত্যু হয়। অথচ প্রতি ভোরে মানুষ আবারো জেগে ওঠে নতুন স্বপ্ন নির্মাণের নেশায়।

    কবিতা ভালো লেগেছে। তবে কিছু বানান ভুল আছে। বানানের ব্যাপারে সতর্ক হওয়া জরুরি। 

    - গোলাম মোস্তফা

    আপনি অনেক ভাল লেখেন নীজের প্রতি আর আত্মবিশ্বাসী হন 

    লিখতে থাকুন একদিন সেরা লেখা গুল বের হয়ে আসবে 

    শুভ সকাল 

    - রুদ্র আমিন

    ভাল হয়েছে ভাই।

    Load more comments...