Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সেদিন অনেক দেরি হয়ে যাবে

একদিন তোমার মোহ ভাঙবে প্রিয়
কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে
তোমার আনকোরা যৌবনের মধুর খোঁজে
যেই ভোমরেরা আজ ঘুরঘুর করে তোমার পিছু
ফুড়ুৎ হয়ে উড়াল দেবে সকলে
যেদিন ক্ষণিকের পাওনা সব মিটে যাবে।

মিষ্টি মিষ্টি বোলে
কখনো কাব্য লেখার ছলে
আনন্দের কুমকুম জাগাবে তোমার মনে
প্রেম নাটকের জালে
চোখের উপর পর্দা ঢেলে
ফাগুনের শিহরণ ছড়িয়ে দেবে 
তোমার দুধে আলতা পবিত্র বদনখানিতে
কিন্তু জেনে রেখো
ফাগুনের ওপারে আগুন জ্বলে নিভু নিভু করে
দেখো না তাই প্রকৃতি কতো লাল দেখায়!
একটু ভুলে সেই আগুন তিলে তিলে
তোমার সর্বস্ব অঙ্গার করে দেবে অজান্তে
এমনকি তুমি টেরও পাবে না।

বেশির ভাগ ক্ষেত্রে
মানবের হুশ ফেরে ভুল হবার পর
যাযাবর বয়সে সবকিছু ঠিকঠাক লাগে
এখন তাই আমার কথা 
তোমার কাছে খুব তেঁতো মনে হবে
কিংবা মনে হবে পাগলের বাক্যালাপ
চরম বাস্তবতা যেদিন দুর্ভাগ্যক্রমে
তোমার দরোজায় কড়া নাড়বে প্রিয়
আমার মুখোচ্ছবি সেদিন 
তোমার চোখের আয়নায় ক্ষণে ক্ষণে
ভেসে ওঠবে নদীর স্বচ্ছ জলের মতো
আমার অপ্রিয় কথাগুলো সেদিন
তোমার হৃদয়ের সুনসান উঠোনে
অবিরাম করবে নৃত্যোৎসব 
এক পলক দেখার জন্য আমাকে
হন্যে হয়ে ছুটবে তুমি পৃথিবীর
একপ্রান্ত থেকে আরেক প্রান্তে
কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে।
১ Likes ০ Comments ০ Share ২৫৫ Views

Comments (0)

  • - গোখরা নাগ

    এখন পাথর চোখ কাঁদেনা আর...

     

    চমৎকার...