Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সুপ্ত বাসনা (প্রতিযোগিতার জন্য নয়)

লাঞ্চের আর আধা ঘন্টা বাকি
রফিক সাহেব ওজু করে এসেছেননিজের সীটে বসাএই অবস্থায় মোবাইলে ফোন এলো
ছেলের ফোন!
মুহুর্তেই অন্যরকম এক ভালো লাগা মনের আঙ্গিনায় এসে ভীড় করে
সবসময়ই এরকম হয়

দুই মেয়ে আর এই একমাত্র ছেলেটিকে নিয়েই রফিক সাহেবের জগতবড় মেয়ের বিয়ে হয়ে গেছেসেই ঘরে দুই নাতিছেলেটি মেঝএম,বি, এ শেষ করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জুনিয়র অফিসার হিসাবে জব করছেতা প্রায় বছর খানেক হয়ে গেলছোট মেয়েটি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছেবাড়ীতে মায়ের সাথে থাকে

ঢাকায়-একই শহরে থাকার পরেও বাবা-ছেলের ভিতর দেখা খুব কমই দেখা হয়রফিক সাহেব প্রতি মাসে বেতনের পরে শুক্রবার মিলিয়ে একদিন ছুটি নিয়ে বাড়ীতে যানসবাই একত্রিত হন তখনবড় মেয়ে এবং মেয়েজামাই আসেছেলের শুক্র ও শনিবার বন্ধ থাকাতে সে ও আসে
জীবনটাকে কেমন সম্পুর্ণ মনে হয় তখন
আর মাসের বাকি সময়টা সেই একঘেয়ে মেস জীবন...

আসলে রফিক সাহেবের এই বয়সে সবাইকে নিয়ে একসাথে থাকার কথানাতিদেরকে নিয়ে ফুর্তি করবেন... অথচ বাস্তবতা কি নির্মম!

তিনি এখনো কল্পনাই করতে পারেন না এই চাকরিটা ছেড়ে দিবেন... কিংবা তাঁকে ভদ্র ভাবে চলে যেতে বলা হবে
কত কাজ এখনো বাকি!!
ছোট মেয়ের বিয়ে দিতে হবে... ছেলের বিয়ে... তাঁর আগে পুরনো টিন শেড ঘরটাকে ভেঙ্গে একটা ছোট বিল্ডিং...

কবে যে হবে!
# অণুগল্প
১০ Likes ১৯ Comments ০ Share ৩৩৩ Views