Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আহমেদ রব্বানী

১০ বছর আগে

সুদিন আসবে

 

আবার ফিরে আসবে ফাগুন
আগুন বনে লাগবে
মন মাতানো রঙিন শোভায়
ফুল পাখিরা জাগবে।

আবার জানি গাইবে পাখি
ফুলকলিরাও ফুটবে
চড়ুইভাতির বন্ধুরা সব
দলে দলে জুটবে।

নেচে গেয়ে আবার বাউল
বাংলার মেঠোপথে
একতারাতে তুলবে যে সুর
পূর্ণ মনোরথে।

সবুজের ওই হাতছানিতে
আবার কাছে ডাকবে
মাঠের বুকে জাগবে সাড়া
প্রাণে দোলা লাগবে।

বটতলা আর হাটখোলাতে
বসবে মেলা ওই
শিশু কিশোর বৃদ্ধ যুবা
করবে রে হইচই।

নবান্নেরই নূতন রুপে
ভরবে গোলা ধানে
মুখরিত হবে জীবন
মাটির গানে গানে।

আবার সুদিন আসবে ফিরে
বাংলার ঘরে ঘরে
আনন্দ আর উৎসবে মন
ভরবে নূতন করে।

১ Likes ১৪ Comments ০ Share ৫৭১ Views

Comments (14)

  • - সনাতন পাঠক

    ভালবেসে জ্বালাতেও শান্তি।

    ধন্যবাদ। সুন্দর লিখেছেন।

    • - খোন্দকার শাহিদুল হক

      প্রথম প্রথম তাই মনে হয়

      জ্বলার মাঝেও সুখ

      দুদিন বাদেই চোখের জলে

      ভিজতে থাকে বুক।

      ফাঁদে পড়ে বগা যেমন

      ছটফটিয়ে মরে

      জীবনখানাও তেমন তর

      অকারণে ঝরে।

      তবু তো ভাই মন মানে না

      আমিও তাই জানি

      এমন ফাঁদে পড়ে এখন

      টানছি শুধু ঘানি।

       

      অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল। ভালো থাকবেন।

       

       

    • Load more relies...
    - এম রহমান

    এই তো শাহিদুল ভাই। ছড়া আর ছন্দের যাদু

    • - খোন্দকার শাহিদুল হক

      প্রিয় এম রহমান ভাইয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক আগেই এখানে আসতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ একটা ছড়ার বই “ ছড়ায় ছড়ায় গ্রামার শিখি” লেখার কাজে ব্যস্ত থাকায় আসা হয়ে ওঠে নি। তবু এখানে এসে আপনাদের পেয়ে বেশ ভালোই লাগছে। মায়ের স্তনে সন্তান মুখ দিলেই যেমন দুগ্ধ খেতে পারে ঠিক তেমনই পরিবেশ পেলেই ছন্দ জেগে ওঠে মনে। তখন আর ভাবতে হয় না কী লিখব না লিখব। লেখা এমনিতেই হয়ে যায়। ভালো থাকবেন। আপনার ছোট্ট আর ‍সুন্দর মন্তব্যে মনটা ভরে গেছে। শুভকামনা রইল।

    - ইসমাইল হোসেন

    উফ। ছড়া পড়তেতোভালই লাগে। 

    মৌমাছি মৌমাছি

    কোথা যাও নাচি নাচি

    একনো মনে আছে

    • - খোন্দকার শাহিদুল হক

      এখন কি আর মৌমাছিরা

      আগের মতো নাচে

      ফুলের মাঝে বিষ ছিটানো

      কষ্টে তারা বাঁচে।

       

      ধন্যবাদ আর শুভকামনা রইল।

    Load more comments...