Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Canvas of Life

১০ বছর আগে

সুচিন্তিত বিবেক, একটি স্থির লক্ষ্য এবং আমাদের সফলতা...

আমাদের দাবি, আমরা মানুষ।
বলতে দ্বিধা নেই, আমরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব।
কথাগুলো কেউ অস্বীকার করতে চাইবেনা কখনও।
সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের কাছে পৃথিবীর অনেক চাওয়া, যা চিরকল্যাণকর।
এজন্যই বিধাতা তার সর্বোত্তম সৃষ্টিরূপে পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদের।
আর, এই আমরাই যখন সব ভুলে লিপ্ত হই কুরুচিপূর্ণ কোন কাজে, খারাপ জেনেও
অনবরত করে যাই সেগুলো, তখন কোথায় থাকে আমাদের মনুষ্যত্বের দাবি?
এর উত্তর দেয়ার সামর্থ হয়ত আমাদের নেই।
মূল কথায় আসি...
ফেইসবুক হচ্ছে সামাজিক যোগাযোগের অন্যতম এক মাধ্যম। দিনের অনেকটা সময়
আমরা অতিবাহিত করি এখানে। একটু ইচ্ছা থাকলেই আমরা আমাদের উত্তম সব
ধারনাগুলো দিয়ে সুন্দর করতে পারি নিজের জীবন, অপরের জীবন, আমাদের সকলের
পৃথিবীকে। বিভিন্নভাবে সাহায্য করতে পারি একে অপরকে।
জানি, এ খুবই সামান্য। কিন্তু এই সামান্যই একদিন অনেক বড় কিছু হয়ে হাজির
হবে আমাদের সামনে।
আফসোস!!
ভালো কোন কাজে অংশগ্রহণ তো নেই'ই, বরং খারাপ কাজে আমাদের উৎসাহ দিনদিন বেড়েই চলছে।
বিধাতা আমাদের এই সুন্দর দেহের মাঝে পবিত্র-অপবিত্র অনেক কিছুই রেখেছেন,
যা অতীব প্রয়োজনীয়।
মানুষ নামক কিছু জীব, যারা পবিত্র সব অঙ্গগুলোর সর্বোত্তম ব্যবহার না করে
অপবিত্র অঙ্গ নিয়ে কুরুচিপূর্ণ বিশ্লেষণ করে বিসর্জন দেয় নিজের
মণুষ্যত্বকে। অপবিত্র সব আগ্রাসী প্রভাবে হারিয়ে যায় পবিত্র অনেক কিছুই।
এরই উৎকৃষ্ট উদাহরণ হিসেবে দাড় করানো যায় কিছু পেইজ এডমিনকে, যাদের
অন্যতম হাতিয়ার হল ১৮+ পেইজ। মানসিকতার নিকৃষ্টতম ব্যবহার লক্ষ করা যায়
এখানে। নোংরা মানষিকতার বর্ণনা এত লোভনীয় হতে পারে, এদের লেখাগুলো না
পড়লে তা বোঝার উপায় নেই। কিছু ইউজারও আছে এই দলে, যারা তাদের লাইক/কমেন্ট
দিয়ে উৎসাহিত করে ঐসব নিকৃষ্টমনা মানুষদের এবং নিজেই পোষ্ট করে ১৮+ নামক
কিছু স্ট্যাটাস। নোংরা দূর্গন্ধের মতো লিখিত ভাবে ছড়িয়ে পড়ছে বিশ্রী সব
চিন্তা ভাবনা। ফেইসবুক লগিন করলে হঠাৎ করেই চোখে ভাসে এই ১৮+ স্ট্যাটাস।
পাশে কোন গুরুজন থাকলে পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। ছোট ভাই অথবা বোনকে
সাথে রেখে ফেইসবুক ব্যবহার করতে গেলে থাকতে হয় এক রকম উৎকণ্ঠার মধ্যে।
সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম এখন অসামাজিকতায় পূর্ণ। পতিতালয়ের
রমণীদের/পতিতালয়ে গমনকারী মানুষেরও সামান্যতম একটা লজ্জাবোধ থাকে। যে
কারণে তারা তাদের কার্য সম্পাদন করে অতি গোপনে। অপরদিকে, যারা এরই
সমপর্যায়ের কোন অশ্লীল কাজ উন্মুক্তভাবে করে থাকে, তাদেরকে কি নামে
সম্বোধন করবেন আপনি?
এদের ক্ষেত্রে বেহায়াপনার সীমানা নির্ধারণ করা তো দূরের কথা, কল্পনা করাও
খুব দুরহ। ধিক্‌ তাদের, যারা বিধাতার সর্বশ্রেষ্ঠ নেয়ামত "মনুষ্যত্ব" কে
পদদলিত করছে/করাচ্ছে এভাবে।
একবার ভাবুন... এসবের স্বার্থকতা কোথায়? কি লাভ এসব বেহায়াপনায়?
এখনও সময় আছে... শুধরে নিন নিজেকে, পবিত্র রাখুন আপন জীবন।
আসুন...আজই আনলাইক(Unlike) করে দেই ঐসব পেইজ গুলো, ব্লক করে দেই ১৮+
স্ট্যাটাসকারী বন্ধু নামক সকল ফেইসবুকীয় জীবকে। খারাপ কিছু পরিত্যাগ করে
অন্তত একটা ভালো কাজ করি। দেখবেন, উৎসাহ না পেয়ে একদিন ধ্বংশ হয়ে যাবে ওই
নোংরা মানসিকতার ব্যবহার।
একটা প্রতিজ্ঞা করি...
জীবন নষ্টকারি ঐসব পেইজে আর যাবো না। ওখান থেকে সরিয়ে নেবো নিজেকে,
ফিরিয়ে আনবো প্রিয় সব বন্ধুদের।

০ Likes ২ Comments ০ Share ৫৫০ Views

Comments (2)

  • - মোঃসরোয়ার জাহান

    besh laglo ।কেমন আছেন ?মহান স্বাধীনতা দিবস লেখা প্রতিযোগিতা২০১৪ ক্যাটাগরি ১ এ আমার কবিতা “প্রিয় স্বদেশআছে,প্রতিযোগিতার জন্য।আপনাকে কবিতাটি পড়তে আমন্ত্রণ রইল।যদি ভালো লাগে তবে আপনার মূল্যবান একটি ভোট চাই।ভালো থাকবেন শুভ কামনা রইল।

     

    - কামরুল আলম

    ধন্যবাদ রইল।

    - শুভ

    ভাল লাগল। পরের পার্টের অপেক্ষায় রইলাম।

    • - কামরুল আলম

      পড়ার জন্য ধন্যবাদ শুভ। পরের পর্বটি পড়ার জন্য আমন্ত্রণ রইল।

    Load more comments...