Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সমুদ্র মিত্র

৮ বছর আগে

সীমান্ত

আমার সময়গুলো শুধু শুধুই কেঁটে যাচ্ছে,

পাঁচদিন-দশদিন-পনেরোদিন করে করে ।

আমি আজ-কাল করে করে গোটা একটা জিবনই পার করে দিলাম ।

কিছু করা হলোনা,

ভাবলাম ।

এতকিছু ভাবলাম শুধুশুধুই ।

মনে হতো আমার এখনো কিছু সময় আছে

কিছু করবার,নয়তো কিছু করবো বলে ভাববার ।

একথাও মিথ্যে তখন,

যখন,পাঁচদিন-দশদিন-পনেরোদিন পর পর

প্রত্যেকটা ভোরের শিশির ফুঁরোয়

প্রত্যেকটা সকালের কৌতুহল সেভাবে দিন শেষে ফুঁরোয় ।

আমিও ফুঁরোই,যেমন ফুঁরোয় স্বপ্নেরা

একা হয়ে যায় ।

ইচ্ছেরা ক্লান্ত হয়,

একাকি ফুঁরোয় ।

কেউ হয়তো বেঁচে থাকে
পুরনো ফুলের পাপড়ি হয়ে,

বইয়ের ভেতর,চিঠির ভেতর

কারও মনের ভেতর,কারও মাথার ভেতর ।

একজন দুইজন তিনজন করেকরে

দিনশেষে সবাই ভুলে যায় ।

সময় ভুলে যায়

দিনশেষে সে অন্য কাউকে নিয়ে ব্যাস্ত হয় ।

পৃথিবী ভুলে যায়

ঘুড়ে ঘুড়ে সে নূতন করে সাজায় ।

তারপর গ্যালাক্সি,কতশত ছায়াপথ সব একে একে

ভুলে যায় ।

ক্লান্তির রেখাধরে যে পথ থেমে আছে

তারি পথ ধরে আমরা হাটছি;

কেউ বেঁচে আছে বেঁচে আছি বলে

কেউ বেঁচে আছে ফুঁরোবার অপেক্ষায় ।

                     

 

 

১ Likes ০ Comments ০ Share ৭১৩ Views

Comments (0)

  • - প্রলয় সাহা

    শিরোনামটা যেমন লেখাটাও তেমন দাদা।