Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফাতিন আরফি

৯ বছর আগে

সাহিত্যের সৃজনশীলতায় নক্ষত্রের পাশে ত্রৈমাসিক তীরন্দাজ- “সাহিত্য প্রতিযোগিতা— বর্ষার গল্প-কবিতা”

নক্ষত্র ব্লগে সাহিত্য প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ দিন আগামী ১৫ আগস্ট!

এই আয়োজনে সহযোগী হিসেবে থাকছে “ত্রৈমাসিক তীরন্দাজ সাহিত্য পত্রিকা এবং এর মিডিয়া পার্টনার অনলাইন রেডিও- রেডিও হইচই”_____________________________________________

 

ঋতু বৈচিত্রের বাংলায় একসময় সাহিত্যের পরোতে পরোতে জড়িয়ে থাকতো প্রকৃতির স্পর্শ, মন ও প্রকৃতির   পারস্পরিক অবিচ্ছেদ্য রূপপ্রেম-সৃষ্টি-স্রষ্টা অথবা প্রকৃতির সৌন্দর্য দীপ্ত ভাব, নিঃসঙ্গতা, একাকীত্ব কিংবা অস্তিত্বশীলতা যা সাহিত্যের শুরু থেকে তাড়িয়ে বেড়িয়েছে সকল সাহিত্য প্রেমিককে। প্রকৃতির সাথে চিরস্থায়ী প্রেম টিকে আছে টিকেথাকবেই, কিন্তু ঋতু বৈচিত্রের প্রভাব এখন খুব বেশি একটা দেখা যায় না সাহিত্যের প্রধান ধারায়— বাস্তবিক অর্থে মানুষের জীবনেও। যান্ত্রিক জীবনের ঘোর টোপে বদলে গেছে জীবনযাত্রা, বদলে গেছে সাহিত্যের ভাষা। তারপরও জন্মান্তরের রেশ বয়ে চলেছে আমাদের রক্তের ভেতর, হয়ত গভীরতা নেই— তথাপি আমাদের প্রাণ এখনও দুলে ওঠে কৃষ্ণচূড়ার লালে, বর্ষার বৃষ্টি ভেজা সন্ধ্যায়, বসন্তের মাতাল সমীরণে— শুভ্র মেঘের দাঁড় বাওয়া নীল দরিয়ার আকাশ আজও আমাদের স্মৃতিকাতর করে। আর শহর পেড়িয়ে গ্রামে ভিড়লেই তো সেই চিরচেনা বাংলা— বাংলা সাহিত্য, যার যৌবন ভরা ছিল ঋতু বৈচিত্রের লাবণ্যতায়।

 

ঋতু বৈচিত্রের সাথে সাহিত্যের এই চির চেনা বন্ধনকে সামনে রেখে এবং বিশেষ করে তরুণ সাহিত্য সারথিদের প্রেরণা যোগাতে নক্ষত্র ব্লগ আয়োজন করেছে “সৃজনশীল লেখা প্রতিযোগিতা ২০১৪— বর্ষা পর্ব।” তাদের এই আয়োজনে সহযোগী হিসেবে থাকছে ত্রৈমাসিক তীরন্দাজ সাহিত্য পত্রিকা ও এর মিডিয়া পার্টনার অনলাইন রেডিও- “রেডিও হইচই

 

"সাহিত্য প্রতিযোগিতা— বর্ষার গল্প-কবিতা”-এ অংশগ্রহণের শেষ দিন আগামী ১৫ আগস্ট। এখনও যারা অংশগ্রহণ করেননি তাদেরকে এই সময়ের মধ্যে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ করা যাচ্ছে।

#লেখার বিষয়/বিভাগঃ

      ১. গল্প 

      ২. কবিতা

নিয়মাবলীঃ
১. একজন লেখক একাধিক বিভাগে একাধিক লেখা দিতে পারবেন।
২. বিচারকদের হাতে ৮০% এবং ভোটিং লাইনে ২০% নাম্বার বরাদ্দ থাকবে।
৩. অন্য কারো লেখা কিংবাপুর্বে অনলাইন পত্রিকা, পাবলিক ব্লগও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত লেখা প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না
৪. পোস্টের শিরোনামে "প্রতিযোগিতা" লিখে দিতে হবে।
৫. বিজয়ী নির্বাচনে বিচারকদের সিদ্ধান্ত এবং নক্ষত্রের সিদ্ধান্তই চুড়ান্ত।

এবারের প্রতিযোগিতায় প্রতি বিভাগে ৫ জন করে মোট ১০ জনকে পুরুষ্কৃত করা হবে।  

 

সাহিত্যের সৃষ্টিশীলতা এবং উৎকর্ষতায় আমাদের পাশেই থাকুন, ধন্যবাদ।

 

নক্ষত্র ব্লগ মিডিয়া- http://www.nokkhotro.com/blog

ত্রৈমাসিক তীরন্দাজ ফেইসবুক পেইজ- https://www.facebook.com/tirondazbd

রেডিও হইচই- http://www.radiohoichoi.com

 

৪ Likes ৪ Comments ০ Share ৫১০ Views