Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বাংলা নিউজ

৯ বছর আগে

শ্রীলঙ্কান শিল্পীর কণ্ঠে বাংলা গান

ঢাকা: অ্যান্ড্রু কারুনারাত্নের জন্ম শ্রীলঙ্কায়, পেশাগত কারণে বাংলাদেশে আছেন দীর্ঘদিন ধরে। ছোটবলো থেকেই গানের প্রতি ছিলো ঝোঁক। আর এ কারণেই বাংলাদেশে এসে বাংলা গানের প্রেমে পড়ে যান তিনি। এর পর থেকেই মনস্থির করেন বাংলা গান করবেন। শিখতে থাকেন ভালো বাংলা উচ্চারণ। বাংলা ভাষা শিখে বাংলা গান গাইতেও থাকেন তিনি। ‘নিঃস্বঙ্গ কষ্ট’ নামে তার একটি একক অ্যালবাম সিডি চয়েসের ব্যানারে বাজারে আসছে শিগগিরই।

‘নিঃস্বঙ্গ কষ্ট’ প্রসঙ্গে অ্যান্ড্রু বলেন, ‘আমি যখন বাংলাদেশে আসি তখন বাংলা গান শুনে আবেগে আপ্লুত হয়ে যাই। তখন থেকেই বাংলা ভাষায় একটি একক অ্যালবামের প্রস্তুতি নিতে থাকি। যার ফলশ্রুতিতে আমার এই একক অ্যালবাম । অ্যালবামে আমি ছাড়াও গান লিখেছেন নিজাম উদ্দিন ও মাসুদা আক্তার। তাদেরকে ধন্যবাদ আমাকে সহযোগিতা কারার জন্য। বিশেষ ধন্যবাদ সিডি চয়েসের কর্নধার শেখ সুমন এমদাদ ভাইকে সিডি চয়েসের ব্যানারে অ্যালবামটি প্রকাশ করার জন্য । সব মিলিয়ে ভালো কিছু গান উপহার দেওয়ার চেষ্টা করেছি।’

০ Likes ০ Comments ০ Share ৩৭৮ Views

Comments (0)

  • - মাইদুল আলম সিদ্দিকী

    চমৎকার!! কিছু সুন্দর অলংকরণ আছে কবিতায়।

    • - সোহেল আহমেদ পরান

      আন্তরিক ধন্যবাদ আপনাকে।