Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Alamgir Sarker Liton

৯ বছর আগে

শ্রাবণের অপ্সরা (প্রতিযোগিতা )

মন কাদিস বলে ঝরে নোনা জল

ও হাসিস বলে ফুটে বসন্তেরী বল

জল ঝরে বল ক্ষরে প্রকৃতির কল;

তাই বলে কি হল রে নিঠুর ঈশ্বর

জনমে বাঁধল না দুটি মনের ঘর

বয়ে দিল এ কেমন গ্রীষ্ম বর্ষা ঝড়।।

 

এই না ধরণীর রে কত কিছু দিলে

আরো দিলে বর্ণহীন বোধচিন্তার ধর;

সদা জাগ্রত হইলাম না ঈশ্বর, কেরে

নিলে প্রিয় অন্তরের অন্তর; সুধাই গো

যদি থাকে! পরকালে পূণ্যেরো বল

চাই না – চাই না হুর পরীর ছল,

নূরের আলোই বেহেস্তের ফুলেলগড়তে

দু’জনার বাসরে চাই না বর্ষা বাদল।।

 





লেখার তারিখঃ ২
/০/১৪

্্্্্্্্্্্্্্্্্্্্
্্্্্্্্্

০ Likes ০ Comments ০ Share ৩৫২ Views