Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শেষ বিকেলের ছবি-১ (একই প্লেসে)

 

নক্ষত্র বুঝি আর আমায় ভাল বাসে না । কোনভাবেই লোড হয় না :'( অসহ্য লাগছে । কয়েকদিন যাবত চেষ্টা করেই যাচ্ছি

আজ টর দিয়ে পোষ্ট দিচ্ছি

আমাদের গ্রাম........... শেষ বিকেলে এমনি মনোরম পরিবেশ তৈরী হয়..........

১। তালগাছের ফাকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য

২। দিগন্তজোড়া সবুজ আর সবুজ


৩।


৪। প্রাকৃতিক আয়না.........


৫। বকেরা উড়ে বেড়ায় স্বাধীন ভাবে......


৬।


৭। ঝাকে ঝাকে সাদা বকগুলো ধান খেত থেকে খাবার সংগ্রহ করছে........

 


৮।


৯।


১০।

 

 

 

২ Likes ৬ Comments ০ Share ১১৪০ Views

Comments (6)

  • - আলমগীর সরকার লিটন

    দাদা

    স্বপ্ন পেলে কই বা হু

    শুভ পহেলা বৈশাখ

    - রোদেলা

    সেকান্দার আজ বাসায় ফিরলো দেরী করে। বাসের জন্য অপেক্ষা করতে করতে যথেষ্ঠই দেরী হলো। ঢাকা শহরে মানুষজন চক্রবৃদ্ধির হারে বাড়ছে। বাসার নীচে এসে মনে হলো বাসায় বাজার বলতে কিছুই নেই। সে আবার প্রায় আধা মাইল হেটে বাজারে গেল। বাজার করে হেটে হেটে বাসায় আসলো। বাজার করে বাসায় হেটে আসার বিষয়টা বেশ মজার। বেশীর ভাগ পুরুষমানুষই বাজার করে বাসায় ফিরে হেটে হেটে। আর বেতনের বাইরে যাদের অতিরিক্ত কোন ইনকাম নেই তারা প্রায় সবাই বাজার করে বাসায় ফিরেন হেটে হেটে। সৎ মানুষ চিনার এইটাও একটা উপায় বলে মনে হয় সেকান্দারের কাছে।

     াপ্নার লেখার ধরন ভালো।পাঠক ধরে রাখতে পারবে।নক্ষত্র ব্লগে শেয়ার দিলাম।