Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শুরু হলো আঁকাআঁকির ঘর

লেখালেখি ছাড়াও আমি যে আঁকাআঁকিও করি তা অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য আজ থেকে নিয়মিত আমার পেইন্টিং প্রদর্শিত হবে। 

উল্লেখ্য যে, 'মহিলা চিত্রশিল্পী গোষ্ঠী পূর্বিতা সংগঠন' এর একজন সক্রিয় সদস্য আমি। পূর্বিতার জন্ম হয় ১৯৯১ সালের ১ অক্টোবর। সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা ৫৬ জন। চারুকলা ইনস্টিটিউটে প্রতি বছর শিশু চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই গ্রুপের সদস্যদের অংশগ্রহণে এ পর্যন্ত ৮টি চিত্রপ্রদর্শনী সহ ১৬টি শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন হয়েছে। যেখানে দেশবরেণ্য চিত্রশিল্পী সহ উপস্থিত ছিলেন চারুকলার অধ্যাপকগণ। পূর্বিতা এ পর্যন্ত জল, তেল ও একরেলিক এর উপরে ১০টি ওয়ার্কশপ সম্পন্ন করেছে। 

নারীদের নিয়ে গঠিত এ সংগঠনটির প্রতিষ্ঠাতা ড। কাজী মোজাম্মেল হোসেন। 

২০০৪ সালে যুক্ত হয়ে এই পর্যন্ত আমি এদের কয়েকটি চিত্রপ্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলাম। 

আজকে এখানে ২০০৭ সালে পূর্বিতার সাথে অংশগ্রহণকৃত আমার চিত্রাংকন বিষয়গুলো প্রদর্শন করছি। প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়েছিলো ঢাকা শিল্পকলা একাডেমীর চিত্রশালা ভবনে। 

ছবি সম্পর্কে যারা বুঝেন তারা জ্ঞানগর্ভ পরামর্শ ও উপদেশ প্রদান করতে পারেন। 

 

।।এক।। >> চিত্র শিরোনামঃ 'ইষ্টিকুটুম', 

ক্যানভাসের আকারঃ ২৪ ইঞ্চি বাই ৩০ ইঞ্চি (মাধ্যমঃ তেলরং, বাস্তব চিত্র), শুভেচ্ছামূল্যঃ ১৫০০০টাকা। 

 

 

 .....................................................................................................................

 

।।দুই।। >> চিত্রকর্মের শিরোনামঃ কুসুম কুন্তলা

কাগজের আকারঃ ২৫ ইঞ্চি বাই ২৭ ইঞ্চি , (মাধ্যমঃ জল রং, বাস্তব চিত্র), শুভেচ্ছামূল্য-৮০০০টাকা।

...... ...............................................................................................................

 

 

।।তিন।। >> চিত্রকর্মের শিরোনামঃ "স্মৃতির সোপান"

ক্যানভাসের আকারঃ ২৪ ইঞ্চি বাই ৩০ ইঞ্চি (মাধ্যমঃ তেলরং, বাস্তব চিত্র), শুভেচ্ছামূল্য-২০,০০০টাকা।

০ Likes ৩৩ Comments ০ Share ৮৪১ Views

Comments (33)

  • - শহীদুল ইসলাম প্রামানিক

    চমৎকার কবিতা। ধন্যবাদ

    • - রুদ্র আমিন

      ধন্যবাদ শহীদুল ইসলাম প্রামানিক ভাই।

    - ইকবাল মাহমুদ ইকু

    ভালো লাগসে আমিনুল ভাই... 

    • - রুদ্র আমিন

      জেনে খুব ভাল লাগল ইকবাল মাহমুদ ইকু ভাই।

    - sheikh akm jakaria

    ভাললাগল.........চালিয়ে যান।

    • - রুদ্র আমিন

      দোয়া করবেন ভাই।

    Load more comments...