Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

চারু মান্নান

১০ বছর আগে

শুভ্র নীলে হেমন্ত যেন দাগ টেনেছে

শুভ্র নীলে হেমন্ত যেন দাগ টেনেছে,
বেলা শেষে শিশির ঝরার মাদকতায়, আবছা আঁধার করে নিমন্ত্রণ
ছুয়ে যেতে চায় সাঁঝ লালিমায়, উত্তরের হালকা হিমেল বায়
সজনে পাতায় হাওয়ার কাঁপন ফড়িং ডানা গায়।

ঝাঁক বাঁধা শালিক দলে,
কিচির মিচির গানে, উনুন চালে উঠছে ধুঁয়া সাঁঝ ঘনালে পরে
চাল কুমড়া চুন মেখেছে সবুজ গা জুড়ে, বাঁশঝাড়ে ডাকছে ঘুঘু
জোনাক আলো জ্বালে।

জোনাক আলোয় হেমন্ত রাত,
ফুড়িয়ে যাওয়া চাঁদের আলো মাগে, অমাবশ্যার আঁধার কালোয়
জোনাক মুচকি হাসে, রাতচরা সব শিকারিরা আঁধার ঘন জালে
ছড়িয়ে দেয় মৃত্যু উল্লাস বিভ্রম স্বপ্ন বুনে।

1420@ 16 কার্তিক, হেমন্তকাল।

১ Likes ১ Comments ০ Share ৩১৮ Views

Comments (1)

  • - নীল সাধু

    শুভেচ্ছা মেহেদী

     

    সফট একটা কবিতা এটি। কবিতা এমন আদুরেও হয়।

    ভালো লাগা রইলো  

    • - কাজী মেহেদী হাসান

      হৃদ্যতা প্রিয় 

    - আলভিনা চৌধুরী

    পাজরের হার? আমি তোমায় হৃদপিণ্ড দিলাম

    অধরে লাল মেখে নিও

    আড়ষ্ট তুলিতেই একে দিও পদচিহ্ন; তবুও এসো!  

     

    --- কোমলতা  ! তীব্রতম ভালোবাসা !!  মুগ্ধতা মেহেন্দী :P 

    • - কাজী মেহেদী হাসান

      মেহেন্দী না তো, মেহেদী  

       

      আপনেরে ধইন্ন্যা 

    - স্বপ্নের ফেরিওয়ালা

    বাহ... প্রেয়সীর জন্য ভালবাসার বার্তা মুগ্ধতা ছড়িয়ে দিল :)

    • - কাজী মেহেদী হাসান

      আন্তরিক ধন্যবাদ 

    Load more comments...