Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বাংলা নিউজ

৯ বছর আগে

শুভ জন্মদিন সালমান শাহ

 



সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে ১৯৯৩ সালে বাংলাদেশের চলচ্চিত্র জগতে প্রবেশ। এরপর আর পেছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। খুবই অল্প সময় রাজত্ব করেছিলেন বাংলাদেশের চলচ্চিত্র ভুবনের এই কিংবদন্তি অভিনেতা। কাজ করেছেন মাত্র  ২৭ টির মতো চলচ্চিত্রে। তাঁর সাবলীল অভিনয় নৈপুণ্যে জয় করেছিলেন কোটি মানুষের ভালবাসা। হয়ে উঠেছিলেন বাংলাদেশের সিনেমা জগতের এক নম্বর নায়ক। তিনি আমাদের সালমান শাহ। 

১৯ সেপ্টেম্বর প্রয়াত সালমান শাহ’র ৪৪তম জন্মদিন। বাংলা চলচ্চিত্রের এ মহানায়কের জন্মদিনে প্রতিমুহূর্ত পরিবারের শুভেচ্ছা।

বাংলদেশের চলচ্চিত্র ইতিহাসের উজ্জল নক্ষত্র সালমান শাহ প্রয়াত হয়েছেন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। তাঁর মৃত্যু রহস্য আজও উদঘাটিত হয় নি। সালমান শাহ ভক্তরা আজও জানতে পারে নি কেন তাদের প্রিয় নায়ক জীবনকে ছুটি দিয়ে আত্ম-হনণের পথ বেছে নিয়েছিলেন। আবার অনেক ভক্তদের অভিযোগ তাঁকে হত্যা করা হয়েছিল। সালমান শাহ’র মৃত্যু’র ১৭ বছর পেরিয়ে এসেও তাঁর প্রতি মানুষের ভালবাসা সমানতালে প্রবহমান। সালমান শাহ’র মতো এমন দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা বাংলাদেশের খুব কম চলচ্চিত্র তারকারাই অর্জন করতে পেরেছেন।

নব্বই এর দশকের শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ’র প্রকৃত নাম শাহরিয়ার চৌধূরী ইমন। পাঁচ ফুট আট ইঞ্চির উচ্চতার এই অভিনেতার প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায় ১৯৯৩ সালে। একই চলচ্চিত্রে নায়িকা হিসেবে মৌসুমী এবং গায়ক আগুনের চলচ্চিত্রে অভিষেক ঘটে। নায়ক সালমান শাহ’র জন্ম ১৯৭১ সালে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। সালমান শাহ ১৯৯২ সালের ১২ আগস্ট বিয়ে করেন। তাঁর স্ত্রীর নাম সামিরা। মেজিস্ট্রেট নাহিদ হাসান সজিবের হাত ধরে তাঁর অভিনয় জগতে প্রবেশ।

সালমান শাহ চলচ্চিত্র ছাড়াও বেশ কিছু টিভি নাটকে অভিনয় করেন । এর মধ্যে পাথর সময়, ইতিকথা, আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকত সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী উল্লেখযোগ্য। নায়ক সালমান শাহ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে ১৯৯৩ সালে মুক্তি পায় কেয়ামত থেকে কেয়ামত, দেন মোহর, তোমাকে চাই। ১৯৯৪ সালে মুক্তি পায় বিক্ষোভ ও আনন্দ অশ্রু, মহা মিলন, চাওয়া থেকে পাওয়া, বিচার হবে। ১৯৯৫ সালে মুক্তি পায় জীবন সংসার, মহা মিলন, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের ঠিকানা, এই ঘর এই সংসার। ১৯৯৬ সালে মুক্তি পায় কন্যা দান, মায়ের অধিকার, প্রেম যদ্ধ, সত্যের মৃত্যু নাই, সুজন সাথী, স্বপ্নের নায়ক, তুমি আমার প্রভৃতি। ১৯৯৭ সালে মুক্তি পায় বুকের ভেতর আগুন ও প্রেম পিয়াসী চলচ্চিত্রগুলো।

সালমান শাহ তাঁর অভিনয় জীবনে বেশ কিছু গুণী নির্মাতার সঙ্গে কাজ করেছেন তাদের মধ্যে সোহানুর রহমান সোহান, জহিরুল হক, মুহম্মদ হান্নান, গাজী মাজহারুল আনোয়ার, জীবন রহমান, শিবলী সাদিক, শফি বিক্রমপুরী, শাহ আলম কিরণ, দেলায়ার জাহান ঝন্টু, নুরুল ইসলাম পারভেজ, হাফিজ উদ্দিন, তমিজ উদ্দিন রিজভী, মালেক আফসারী, বাদল সরকার, মতিন রহমান, দিলীপ সোম, রানা নাসের, ছটকু আহমেদ, জাকির হোসেন রাজু অন্যতম।

চলচ্চিত্র অভিনয়ে নায়িকা হিসেবে শাবনূর, মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন শাবনাজ, লিমা, শিল্পী, শ্যামা, সোনিয়া. ঊৃষ্টি, সাবরিনা ও কাঞ্চি। সালমান শাহ মৃত্যুর আগে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন পরে কাজ করতে পারেন নি এগুলো হচ্ছে শেষ ঠিকানা, প্রেমের বাজী, আগুন শুধু আগুন, কে অপরাধী, মন মানে না, ঋণ শোধ, তুমি শুধু তুমি।

একনজরে সালমান শাহ

নাম : শাহরিয়ার চৌধুরী ইমন
পিতা : কমর উদ্দিন চৌধুরী
মা : নীলা চৌধুরী
জন্মস্থান : সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা
জন্ম তারিখ : ১৯ সেপ্টেম্বর ১৯৭১
পড়াশুনা : খুলনা বয়রা মডেল হাইস্কুল, এসএসসি- ১৯৮৭ সালে আরব মিশন স্কুল, ধানমন্ডি। আইকম- আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। বিকম- মালেকা সয়েন্স কলেজ, ধানমন্ডি।
বিয়ে : ১২ আগস্ট ১৯৯২ 
স্ত্রী : সামিরা
প্রথম চলচ্চিত্র : কেয়ামত থেকে কেয়ামত
শেষ চলচ্চিত্র : বুকের ভেতর আগুন
প্রথম চলচ্চিত্রের নায়িকা : মৌসুমী
সর্বাধিক চলচ্চিত্রের নায়িকা : শাবনূর (১৪টি)
মোট অভিনীত চলচ্চিত্র : ২৭টি
টেলিভিশন নাটকে অভিনয় : পাথর সময়(১৯৯০), ইতিকথা(১৯৯৪), আকাশ ছোঁয়া(১৯৮৫), দোয়েল(১৯৮৫), সব পাখি ঘরে ফেরে(১৯৮৫), সৈকত সারস(১৯৮৬), স্বপ্নের পৃথিবী(১৯৯৬),নয়ন(১৯৯৬)।
বিজ্ঞাপনচিত্রের মডেল : ইস্পাহানী গোল্ডস্টার টি(১৯৮৩), জাগুয়ার কেডস(১৯৮৪),মিল্কভিটা(১৯৮৮), কোকাকোলা(১৯৮৯), ফান্টা(১৯৯১)।
রাশি :বৃশ্চিক
উচ্চতা : ৫ ফুট ৬ ইঞ্চি
প্রিয় শখ : দাবা ও ক্রিকেট খেলা
প্রিয় গায়ক : হেমন্ত মুখোপাধ্যায় ও আজম খান
প্রিয় নায়ক : অমিতাভ বচ্চন ও শাহরুখ খান
প্রিয় রং : কালো
প্রিয় পোষাক : জিন্স প্যান্ট ও টি-শার্ট
প্রিয় খাবার : আইসক্রিম ও ফাস্টফুড
প্লে-ব্যাক : প্রেমযুদ্ধ এবং ঋণ শোধ
পুরষ্কার : ইয়ুথ অ্যান্ড সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তাকে ১৯৯৫ সালে শ্রেষ্ঠ নায়ক হেসেবে পুরস্কৃত করে।
মৃত্যু : ৬ সেপ্টেম্বর ১৯৯৬। 

২ Likes ৩ Comments ০ Share ৫১৩ Views

Comments (3)

  • - নুসরাত জাহান আজমী

    অর্জুন তলাটা কই ভাইয়া?

    • - নুসরাত জাহান আজমী

      ও.. বুঝতে পারসি. emoticons

    - আল মামুন সানি

    কালি মন্দিরের পুকুরটার ঐ পাড়ে। বাংলা একাডেমীর উল্টো পাশে যে মন্দির আছে ওইটা। 

     

    - মোঃসরোয়ার জাহান

    দারুন

    • - আল মামুন সানি

      ধন্যবাদ দাদা

       

    Load more comments...