Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শিরোনামহীন ...

স্বভাব হয়ে গ্যাছে বাদুরের মত। রাতে দুচোখের পাতা এক করতে ইচ্ছে হয় না। যেন এক করলেই মিস হয়ে যাবে প্রিয় সিনেমার খুব প্রিয় কোন এক দৃশ্য। যে দৃশ্য একবার দেখলেই নিজেকে মনে হয় ভিন্ন কিছু। অন্য কিছু। নিজেকে অন্য কিছু মনে করলেই কোত্থেকে যেন উদাসীনতার ভেসে আসা দামী কোন পারফিউমের মতই সুগন্ধে ছেয়ে যায় এখনো অনাবিষ্কৃত ছোট্ট একটা মন। আমি উদাস হবার ভান করি। অস্কার পেয়ে যাওয়ার মত সেই অভিনয়ের সামনে আকাশের কালো পর্দায় মাঝে মধ্যেই ঢেউ খেলে যায়। যেন এই মাত্রই পর্দার ওপার থেকে সামনে হাজির হয়ে যাবে কোন এক কাঙ্খিত নায়িকা যাকে এক আধ পলক দেখার আশায় শত শত পুরুষ দাঁড়িয়ে থাকে লম্বা এক লাইনে। আমি সহজেই মুগ্ধ হতে পারি। তবে আকাশ খুব একটা সহজ বিষয় না বলেই হয়তো মুগ্ধ হবার পরিবর্তে হয়ে যাই স্মৃতিকাতর। স্মৃতিকাতর হয়ে যাওয়ার সাথে সাথে ঝাপসা হয়ে যাওয়া দুচোখের সামনে থেকে চশমা নামক বস্তুর সেই স্বচ্ছ দুটো দেয়াল মুছে মুছে পার করে দেই সদ্য বেঈমান হওয়া কিছু সময়কে। জীবনটা বেশ সুন্দর। এখন আরো সুন্দর হয়ে আছে কষ্ট নামক কোন এক অলংকারে জর্জরিত হয়ে। আহ্‌ কি সুন্দর! তবে মুগ্ধ হবার মত কিন্তু নয়।

০ Likes ৭ Comments ০ Share ৪৮৯ Views

Comments (7)

  • - মেজদা

    ইসলামী নিদর্শ্ন, খুব ভাল লাগলে দেখে। ধন্যবাদ

    • - কামরুন নাহার ইসলাম

      অনেক অনেক শুভেচ্ছা মেজদা আপনাকে।

    - নীল সাধু

    সালাম।
    শুভেচ্ছা নাহার আপা।

    আপনার সাথে সাথে আমারও দেখা হল কাতারের ইসলামিক কালচারাল সেন্টার।
    অনেক অনেক ধন্যবাদ পোষ্টটির জন্য!

    সুন্দর থাকবেন।

    • - কামরুন নাহার ইসলাম

      ওয়ালাইকুমুসসালাম নীলদা। অশেষ ধন্যবাদ মন্তব্যের জন্য।

      নীলদা, একটা প্রশ্ন, এই ব্লগে কোন লেখা লিখে ড্রাফট্‌ আকারে সেভ করে রাখা যায় না? অনেক সময় একবারে লেখা পোষ্ট করতে ঝামেলা মনে হয়। লেখাগুলো সেভ করে রাখলে, পরে শুধু ছবি দিয়ে পোষ্ট করা যায়। জানালে উপকৃত হতাম।

    - জাকিয়া জেসমিন যূথী

    দারুন পোস্ট। জানা হলো অনেক কিছু। প্রিয়তে রাখলাম, আপু। 

    • - কামরুন নাহার ইসলাম

      প্রিয়তে----। অনেক অনেক শুভেচ্ছা আপু আপনাকে। ভাল থাকবেন।

    Load more comments...