Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শান্ত নদীর বুকে

শান্ত নদীর বুকে ভেসে চলেছি নায়ে চড়ে
নিভু নিভু করছে দিনের আলো
মাঝি নাও বেয়ে চলেছে অাপন মনে
এই নদী তো তার চির চেনা
সেই শৈশবের অবুঝ বেলা থেকে
মুখাবয়বে তার গ্রাম বাঙলার সরল হাসি
তবুও কেমন অন্যমনস্ক দেখাচ্ছে তাকে
হয়তো বউ-ছেলের কথা মনে পড়ছে খুব
উদাস চাহনিতে শুধু ঘরে ফেরার তাড়া
এখন শীতকাল
নদীর যৌবনে তাই সর্বত্র ভাটার আনাগোনা
সুর সাধতে গান বাঁধতে
আমরাও তাই তোড়জোর করি নি মাঝিকে।

নায়ে আছি আমরা নয় জন
ইট-পাথরে ঘেরা 
প্রকোষ্ঠ কারাগারের নগরী ছেড়ে এসেছি
যান্ত্রিকতার অভিশাপ থেকে একটু মুক্তি পেতে
প্রাণ ভরে প্রকৃতির খোলা হাওয়া খেতে।

নদীর ওপারে চির সবুজের হাতছানি
মৃদু পবনের ছোঁয়ায়
দোল দোল দোল খেলছে ফসলের বদন জুড়ে
সর্ষে ফুলগুলো আমাদের দেখে
চুপিচুপি হাসছে নববধূর মতো
অনেক অনেক দিন পর
এমন মন জুড়ানো ছবি দেখছি চোখে
স্বাপ্নিক হওয়া তো সময়ের দাবি।

বিপরীত থেকে দেখা গেলো
ভেসে আসছে একদল ষোড়শীর নাও
অট্টহাসিতে ফেটে পড়ছে মুহুর্মুহু
যেনো নদীর বুকে জোয়ারের প্রতিধ্বনি
আনমনে ওদের অবলোকন করছি
ঢেউয়ের কলকল ছন্দের সাথে
এক অজানা সাদৃশ্যের আবিষ্কারে।

পারে এসে ভীড়েছে নাও
হাতে বেশি একটা সময় নেই
ফিরতে হবে সেই ইট-পাথরের কারাগারে
জোনাকির লুকোচুরি
আর এ যাত্রায় খেলা হলো না আমাদের সঙ্গে।
১ Likes ০ Comments ০ Share ৩০৮ Views