Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Alamgir Sarker Liton

৯ বছর আগে

শরতের রাত



এক বর্ষা রেখেগেলো নোনা ঝর্ণার সন্ধি;
আঁধারের কালমেঘটা আদরে আদরে ঢাকি,

কদম কৃষ্ণচূড়া ঝরে ঝরে গেলো এখন
শুধু সবুজ ডানায় সাদা কাশফুল দোলায়-
এবুঝি শরত এলো!নীল সাদা সবুজের ছোঁয়ায়।


উঁচু নিচু নদের বুকে বাজে কলকল সুর
রাখাল ছেলে কাশবনে গান গায় সুমধুর
কে নাচিবে কার গাঁয়ে?শরত খেলার ছল;

হারিয়ে গেলো বুনোহাঁস কোন স্রোতের সাথ
স্মৃতিরা আছে পরে শরত রাতের চাঁদ;
পূণিমার সাদা মেঘে ঝিলিকে উঠে কাশফুল
অনুভূতির দৃশ্যপট যায় নারে ক্ষয়ে কষ্টকুল।




লেখার তারিখঃ ২৩/০৮/১৪
><><><><><><><
০ Likes ৪ Comments ০ Share ৬৯৩ Views

Comments (4)

  • - জাকিয়া জেসমিন যূথী

    কোথায় আছে বারাধারা- টা বারিধারা হবে না?

     

    কবিতা ভালো লেগেছে। আচ্ছা এত লিখেন কখন? আমিতো অনেক দিন লিখিনা।

    • - রব্বানী চৌধুরী

      ধন্যবাদ আপা, বানানে ভুল ছিল আর তা সংশোধন করে নিয়েছি, 

      নক্ষত্র ব্লগে কিন্তু রেজিস্ট্রেশন করেছি সে অনেক দিন হলো, তবে লেখা হতো না, ইদানীং একটি ভালো পরিবেশের ব্লগকে কিছুটা ঝলমলে করে রাখার চেষ্টা মাত্র। ব্লগে মন্তব্য বাড়াতে চাই, নিজে অন্যের পোষ্টে মন্তব্য দিয়ে। চেষ্টাটা কতটুকু সামনে যাবে তা কিন্তু বলা যায় না।  ভালো থাকবেন আপা্।  

    - রুদ্র আমিন

    জাকিয়া জেসমিনের সাথে একমত পোষণ করতেছি। আর জান না হয়ে মনে হয় জানো হবে, জোড় হবেে না জোর হবে মনে হয় তবে আমি ছোট মানুষ ভাই। কবিতাটি ভাল হয়েছে ভাইয়া। শুভকামনা রইল।

    • - রব্বানী চৌধুরী

      অনেক অনেক ধন্যবাদ আমিন ভাই, বানানে ভুল ছিল আর তা সংশোধন করে নিয়েছি, আর কবিতা লেখায় আমি একেবারে নবীন। শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন।  

    - নুসরাত জাহান আজমী

    বাহ.. কি সুন্দর সাবলীল কবিতা. :)
    কেমন আছেন ভাইয়া??

    Load more comments...