Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তাহমিদুর রহমান

১০ বছর আগে

শনিবার বসছে পাঠচক্রের আসর। সবাইকে আমন্ত্রণ

আপনারা জানেন প্রতিমাসের ১ম ও ৪র্থ শনিবার নক্ষত্র অডিটোরিয়ামের পাঠচক্রের নিয়মিত আসর হচ্ছে। সেই মোতাবেক শনিবার ০৮/০২/১৩ তারিখে বসছে নক্ষত্র পাঠচক্রের আসর।


যারা যারা সময় পাবেন অনুগ্রহ করে চলে আসবেন। এই পাঠচক্র আমাদের- আপনাদের সবার জন্য। এটি নক্ষত্র ব্লগের নিয়মিত আয়োজন হিসেবে চলবে তাই আমন্ত্রণ জানানোর কিছু নেই কারণ এই পাঠচক্র আপনাদের জন্যই। তাই নক্ষত্র পাঠচক্রে আপনারা নিয়মিত আমন্ত্রিত। বলতে পারেন এইটা শুধু একটা রিমাইন্ডার মাত্র। 

 

তারিখঃ  শনিবার, ফেব্রুয়ারী ৮, ২০১৪
স্থানঃ নক্ষত্র কার্যালয়  
পাঠচক্র শুরুর সময়ঃ বিকেল ৪টা ৩০ মিনিট; চলবে ৭-৩০ মিনিট পর্যন্ত 

পাঠচক্রের বিষয়ঃ নির্দিষ্ট নেই, তবে আপনারা আপনাদের প্রকাশিত বই নিয়ে আসতে পারেন। 

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য ০১৭১-৭১৩৬৭৬৭ নম্বরে ফোন করতে পারেন। আশা করছি আপনারা সবাই আসবেন এবং পাঠচক্রের যাত্রাকে সুন্দর ও সার্থক করবেন। পাঠচক্রের উদ্দোক্তা আনমনা অসুস্থ থাকায় আমি এই অনুষ্ঠান পরিচালনা করবো। সবাইকে অগ্রিম ধন্যবাদ। 

০ Likes ১০ Comments ০ Share ৪২০ Views

Comments (10)

  • - ঘাস ফুল

    (5) যদি ফেসবুক একটি দেশ হতো, তবে জনসংখ্যার দিক থেকে সেটি হতো

    আপনার এই অসমাপ্ত বাক্য দেখে মনে হল লেখাটা আংশিক পোষ্ট হয়েছে। তবে ঠিক কতটুকু হয়েছে জানি না। 

    ফেসবুক সম্বন্ধে অনেক কিছু জানলাম। ফেসবুকের জন্মদিনে মার্ক জুকারবার্গকে অনেক অনেক অভিনন্দন। 

    ধন্যবাদ আতা স্বপন। 

    - পিপীলিকা

    শুভ জন্মদিন ফেসবুক। আফসোস! আমার একখানা ফেসবুক একাউন্ট এখনো হইয়া উঠিল না।