Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

লেখক ব্লগার আলাদা কোন শব্দ নয়

এই শতাব্দিতে এসেও আমরা কেমন যেন নিজেদের ঠিক বুঝে উঠতে পারছিনা । চারিদিকে অশান্তির বীজগুলো ছড়িয়ে দিচ্ছি আমরাই । মানুষ হিসাবে আমাদের যে করনিয় তা আমাদের মনে রাখতে হবে সবার আগে । যদি মানুষের প্রধানতম কর্তব্যের কথা বলা হয় তবে অবশ্যই সে কর্তব্যের নাম হবে পৃথিবীর প্রত্যেকটি সৃষ্টিকে ভালোবাসা এবং সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল হওয়া । কিন্তু এখানেই যে বড় বিপত্তি চলে আসছে তা স্পষ্ট । জাতভেদে এখনও মানুষকে প্রচন্ড রকম ক্রোধের শিকার হতে হয় । এই জাত বিচারও আমরাই করি ! মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমরা তার প্রতি কৃতজ্ঞ হলেই তিনি অনেক খুশি কারন তিনি মানুষ এবং জীনকে সৃষ্টি করেছেন শুধু মাত্র তাঁর ইবাদতে জন্য । ইবাদতের নাম করে হিংশা ক্রোধের বিস্তার এ পৃথিবীতে কখনই শান্তি নিয়ে আসবেনা । আধুনিকতা আর ধর্মকে যখন এক করে ফেলা হচ্ছে কেবল তখনই অনেকেই এর ভুল ব্যখ্যা টেনে আনছে । যেকোন বিষয়েই চর্চা একটি সমাজ আমাদের করতে শিখিয়ে দেয় । সেটারই ধারাবাহিকতায় মানুষের মধ্যে শুরু হয় সাহিত্য, সমাজ, নিয়ে বিভিন্ন ধরনের মতামত বিশ্লেষন যা কিছুদিন আগ পর্যন্তও শুধু বই পুস্তক পর্যন্তই সীমাবদ্ধ ছিলো । বর্তমানে এই সামজিক চর্চাগুলো মানুষ ইন্টারনেট মাধ্যমেও করতে শিখে গেছে । তারমধ্যে ব্লগ এবং ফেইসবুক অন্যতম ।কিন্তু সাহিত্য রচনা যখন হচ্ছে বই পুস্তকে তখন তার নাম হচ্ছে লেখক আর যখন হচ্ছে ইন্টারনেট মাধ্যমে তখন তার নাম হচ্ছে ব্লগার । আর ব্লগার হলেই তাকে বলা হচ্ছে নাস্তিক ! ভুল ধারনায় লেখক এবং বুদ্ধিজীবিদের প্রতি এক শ্রেনীর মানুষ না বুঝেই ভ্রান্ত পথ বেছে নিচ্ছে । লেখকদের লেখায় যদি দিক নির্দেশনা থাকে এবং মানুষের কল্যান থাকে তবে তা আমাদের জন্য অবশ্যই একটি নতুন দিগন্ত রচনা করতে পারে । কিন্তু ব্লগারদের প্রতি মানুষের এই বখে যাওয়া ধারনাটাকে পরিবর্তন করা একান্তভাবেই জরুরী । সৃজনশীল লেখনী এবং সুন্দর মানুষিকতার প্রকাশ একজন লেখককে অবশ্যই মানুষের একেবারে কাছে পৌছে দিতে পারে এই ব্রত নিয়ে লেখকদেরও অর্থাৎ ব্লগারদেরও কাজ করতে হবে । অন্যায় কখনই স্থায়ী হতে পারেনা । প্রতিটি অসৎ কর্মের জন্য মহান আল্লাহর কাছে জবাব দিতেই হবে । ব্লগারদের জ্ঞানকে দেশের কাজে লাগানোর জন্য অবশ্যই প্রত্যেক লেখক ব্লগারদের সৃজনশীল সমাজ তৈরীতে একসাথে কাজ করতে হবে ।
৩ Likes ২ Comments ০ Share ৩৯৮ Views